পিএসজির বিরুদ্ধে ‘মানসিক নির্যাতনের’ অভিযোগ তুলে নিলেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিরুদ্ধে করা ‘মানসিক নির্যাতনের’ অভিযোগ প্রত্যাহার করেছেন। তবে বকেয়া বেতন ও বোনাস বাবদ ৫৫ মিলিয়ন ইউরো আদায়ের মামলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার এমবাপ্পের আইনজীবীরা জানিয়েছেন, ফরাসি আদালতে পিএসজির বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি অভিযোগ আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছেন তিনি। তবে ফরাসি শ্রম আদালতে বকেয়া বেতন ও বোনাস আদায়ের মামলা চলবে।
২০২৩ সালে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে জটিলতার সময় এমবাপ্পেকে দল থেকে বাদ দিয়ে ‘লফট’ নামে আলাদা একটি গ্রুপে অনুশীলন করতে বাধ্য করা হয়। এমবাপ্পে এটিকে ‘মানসিক নির্যাতন’ হিসেবে দেখেছিলেন।
অভিযোগ তুলে নেওয়ার পর এমবাপ্পে জানিয়েছেন, বোর্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও ক্লাবের সমর্থক ও সাবেক সতীর্থদের প্রতি তার কোনো ক্ষোভ নেই।