বিদেশে টক শো দেশে নীরব—আ.লীগের সমালোচনায় রুমিন ফারহানা

রুমিন ফারহানা : ছবি-সংগৃহীত
আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বিদেশি চ্যানেলে টক শো করলেও দেশের টেলিভিশন টক শোতে তাদের দেখা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগ যেসব অন্যায় করেছে, কোনো সভ্য দেশের সরকার এমন কাজ করতে পারে না। ক্ষমতায় থেকেও তারা আজ দেশের মাটিতে কথা বলার সাহস হারিয়েছে। আগে টক শোতে আওয়ামী লীগের একজন নেতা আর একজন বংশীবাদক থাকত, যারা তাদের হয়ে কথা বলত। এখন সেই বংশীবাদকও নেই।’
তিনি অভিযোগ করেন, দেশে ভিন্নমত দমনে মামলা-হামলা, গুম-খুন আর হয়রানি চালিয়েছে সরকার। এ অবস্থার মধ্যেও বিএনপির নেতারা কথা বলে গেছেন। ‘আমি ২০১২ সাল থেকে বিএনপির পক্ষে লাগাতার কথা বলছি,’ বলেন রুমিন।
আওয়ামী লীগের নেতারা দেশে টক শোতে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘তারা জানে তারা কী করেছে। দেড় মাসে হাজার মানুষকে হত্যা, ২০ হাজার মানুষকে পঙ্গু করা—জাতিসংঘ এসব তথ্য দিচ্ছে। যারা এসব ঘটনার সঙ্গে যুক্ত, তারা ভেতরে ভেতরে ভয়েই থাকছে।’
রুমিন আরও বলেন, ‘আজ যারা দেশ থেকে পালিয়েছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। উল্টো তারা হুমকি দিচ্ছে, কারা ফাঁসি পাবে, কে কী শাস্তি পাবে। এটা কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না।’