নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে শাহবাগে আসিফ নজরুলের ঘোষণা

আসিফ নজরুল : ছবি-সংগৃহীত
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, “আজ বিচার নিয়ে নানা প্রশ্ন থাকলেও নিশ্চিত করে বলতে পারি— বিচারব্যবস্থা পূর্ণমাত্রায় চলছে, দৃশ্যমান রয়েছে। আমি বিশ্বাস করি, নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবেই।”
সোমবার (৭ জুলাই) ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ (জুলাই আপরাইজিং)’-এর প্রিমিয়ার উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসিফ নজরুল বলেন, “বিচারব্যবস্থাকে আরও গ্রহণযোগ্য করতে হবে। আমাদের লক্ষ্য, বিচারের স্বচ্ছতা নিশ্চিত করা, শহীদদের পুনর্বাসন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে এই বিচারপ্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছে। তারা দেশে-বিদেশে বিভ্রান্তি ছড়াতে চায়। তাই আমরা সর্বোচ্চ মানের, গ্রহণযোগ্য বিচার করতে চাই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জুলাই কখনো বেহাত হবে না। এই দেশের মানুষ কখনো ফ্যাসিস্টদের কাছে হার মানবে না। জুলাই এলেই সেই ত্যাগ আর মহাকাব্যের কথা মনে পড়ে— ছোট ভাইয়ের লাশ নিয়ে দুই বোনের মিছিল, এপিসি থেকে ছুঁড়ে ফেলা ইয়ামিনের দেহ, মা-বোন-রিকশাচালক সবার অংশগ্রহণ— এই ইতিহাস মুছে যাবে না।”
অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, “বিগত ১৬ বছরে বহু মানুষ নিপীড়ন, গুম ও খুনের শিকার হয়েছেন। আমরা ফ্যাসিবাদ উৎখাত করেছি। এই লড়াইকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জুলাই অভ্যুত্থানকে ঘিরে বারবার এমন অনুষ্ঠান আয়োজন করতে হবে।”
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “ফ্যাসিবাদ বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। আমাদের নতুন প্রজন্মকে সেই বিপদ থেকে রক্ষা করতে হবে। বাংলাদেশ আর কোনো দিন বিচারহীনতার সংস্কৃতিতে নিমজ্জিত হবে না।”
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জুলাই আন্দোলন শুধু ৩৬ দিনের নয়, এটি ৫৪ বছরের আন্দোলনের ধারাবাহিকতা। বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃত অর্থে দীর্ঘ সময় স্বাধীনভাবে পথ চলতে পারেনি। এখন আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সত্যকে সত্যের মতোই তুলে ধরতে হবে।”
অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনও বক্তব্য দেন। তিনি দ্রুত হত্যার বিচার দাবি করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং সঞ্চালনা করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তথ্যচিত্রটি প্রযোজনা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।