| ৮ জুলাই ২০২৫
শিরোনাম:

নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে শাহবাগে আসিফ নজরুলের ঘোষণা

নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে শাহবাগে আসিফ নজরুলের ঘোষণা

আসিফ নজরুল : ছবি-সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, “আজ বিচার নিয়ে নানা প্রশ্ন থাকলেও নিশ্চিত করে বলতে পারি— বিচারব্যবস্থা পূর্ণমাত্রায় চলছে, দৃশ্যমান রয়েছে। আমি বিশ্বাস করি, নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবেই।”

সোমবার (৭ জুলাই) ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ (জুলাই আপরাইজিং)’-এর প্রিমিয়ার উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আসিফ নজরুল বলেন, “বিচারব্যবস্থাকে আরও গ্রহণযোগ্য করতে হবে। আমাদের লক্ষ্য, বিচারের স্বচ্ছতা নিশ্চিত করা, শহীদদের পুনর্বাসন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে এই বিচারপ্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছে। তারা দেশে-বিদেশে বিভ্রান্তি ছড়াতে চায়। তাই আমরা সর্বোচ্চ মানের, গ্রহণযোগ্য বিচার করতে চাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের জুলাই কখনো বেহাত হবে না। এই দেশের মানুষ কখনো ফ্যাসিস্টদের কাছে হার মানবে না। জুলাই এলেই সেই ত্যাগ আর মহাকাব্যের কথা মনে পড়ে— ছোট ভাইয়ের লাশ নিয়ে দুই বোনের মিছিল, এপিসি থেকে ছুঁড়ে ফেলা ইয়ামিনের দেহ, মা-বোন-রিকশাচালক সবার অংশগ্রহণ— এই ইতিহাস মুছে যাবে না।”

অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, “বিগত ১৬ বছরে বহু মানুষ নিপীড়ন, গুম ও খুনের শিকার হয়েছেন। আমরা ফ্যাসিবাদ উৎখাত করেছি। এই লড়াইকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জুলাই অভ্যুত্থানকে ঘিরে বারবার এমন অনুষ্ঠান আয়োজন করতে হবে।”

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “ফ্যাসিবাদ বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। আমাদের নতুন প্রজন্মকে সেই বিপদ থেকে রক্ষা করতে হবে। বাংলাদেশ আর কোনো দিন বিচারহীনতার সংস্কৃতিতে নিমজ্জিত হবে না।”

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জুলাই আন্দোলন শুধু ৩৬ দিনের নয়, এটি ৫৪ বছরের আন্দোলনের ধারাবাহিকতা। বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃত অর্থে দীর্ঘ সময় স্বাধীনভাবে পথ চলতে পারেনি। এখন আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সত্যকে সত্যের মতোই তুলে ধরতে হবে।”

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনও বক্তব্য দেন। তিনি দ্রুত হত্যার বিচার দাবি করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং সঞ্চালনা করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তথ্যচিত্রটি প্রযোজনা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ২৪ কোটি টাকার সম্পদ জব্দ

নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে শাহবাগে আসিফ নজরুলের ঘোষণা

গোলাম দস্তগীর গাজী : ছবি-সংগৃহীত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে থাকা ১২টি কোম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের আনুমানিক মূল্য ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুদকের উপসহকারী পরিচালক মো. জুলফিকার এ বিষয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্ত চলাকালে আসামি অসাধু উপায়ে অর্জিত সম্পদ গোপনে স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন। তাই এসব সম্পদ অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।

এর আগে গত ৫ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় তার ৪৪৮ কোটি টাকার সম্পদের তথ্য উঠে আসে, যার মধ্যে ২৩ কোটি ৫১ লাখ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‘গুঁড়ি গুঁড়ি থেকে ভারী বৃষ্টি পাঁচ দিন বাড়তে পারে বর্ষণ’

নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে শাহবাগে আসিফ নজরুলের ঘোষণা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে শুরু করে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও সড়কে পানি জমে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। তবে টানা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে আগামী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে, একই সঙ্গে কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। এ বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল রয়েছে।

দপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে সারা দেশের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে নীলফামারীর ডিমলায়, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে, যেখানে ১৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

অতিরিক্ত কোন খাবারে কিডনিতে পাথরের ঝুঁকি বাড়ে?

নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে শাহবাগে আসিফ নজরুলের ঘোষণা

আগে কিডনিতে পাথর হওয়ার কথা শোনা যেত বটে, তবে এখন এ সমস্যা অনেক বেশি মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে। চিকিৎসকদের মতে, এর অন্যতম প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। কিছু খাবার বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর তৈরি হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

কোন খাবারে বিপদ বেশি? জেনে নিন:

🥬 শাকসবজি: পালং শাক, বিট, রাঙা আলু ও পুঁই শাক—এগুলোতে ‘অক্সালেট’ বেশি থাকে, যা কিডনিতে জমে ক্যালসিয়াম অক্সালেট পাথর তৈরি করে।

🥜 বাদাম ও বীজ: কাজু, চীনা বাদাম বা নানা বীজজাত খাবারে অক্সালেটের পরিমাণ বেশি। কিডনি সুস্থ রাখতে এগুলো পরিমিত খাওয়াই ভালো।

🧂 অতিরিক্ত লবণ: চিপস, চানাচুর, প্রক্রিয়াজাত খাবারে থাকা সোডিয়াম কিডনিকে বেশি ক্যালসিয়াম বের করতে বাধ্য করে, যা প্রস্রাবে পাথরের উপাদান বাড়িয়ে দেয়।

🥩 লাল মাংস: রেড মিটে থাকা পিউরিন ভেঙে ইউরিক এসিড তৈরি হয়। ইউরিক এসিডের মাত্রা বেড়ে গেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে।

🥤 চিনি ও কোল্ড ড্রিঙ্কস: অতিরিক্ত চিনি ক্যালসিয়ামের বিপাকে বাধা দেয়, প্যাকেটজাত ফলের রস বা মিষ্টি পানীয়ও ঝুঁকি বাড়ায়।

🥛 অতিরিক্ত দুধ: দুধ, দই বা পনির প্রয়োজনের বেশি খেলে ক্যালসিয়াম বাড়তি অক্সালেটের সঙ্গে মিলে পাথর তৈরি করতে পারে।

☕ চা ও কফি: দিনে ২-৩ কাপের বেশি চা বা কফি শরীরকে পানিশূন্য করে, ফলে ঘন প্রস্রাবের কারণে খনিজ জমে পাথর হয় সহজেই।

তাই সচেতন থাকুন, পানি বেশি খান আর খাবারের পরিমাণে সামঞ্জস্য রাখুন—তাহলেই দূরে থাকবে কিডনিতে পাথরের ঝুঁকি।

×