পর্দার স্পাইডারম্যান গারফিল্ড পাশে মনিকা উইম্বলডনে ঘনিষ্ঠ দৃশ্য

অনেকদিন ধরেই অভিনেত্রী মনিকা বারবারো ও অ্যান্ড্রু গারফিল্ডের প্রেম নিয়ে গুঞ্জন চলছিল। তবে এবার লন্ডনের উইম্বলডন টেনিস আসরে একসঙ্গে উপস্থিত হয়ে সেই গুঞ্জনে কার্যত সিলমোহর দিলেন এই জুটি।
রবিবার অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকোয়েট ক্লাবের গ্যালারিতে পর্দার স্পাইডার-ম্যান খ্যাত গারফিল্ড ও মনিকাকে একসঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায়। দুজনের পরনেই ছিল সাদা পোশাক — যা নজরে পড়তেই অনুসারীরা ধরে নেন, পোশাকের সঙ্গে মনের মিলও জমেছে দারুণভাবে। খেলা দেখতে গিয়ে শুধু উচ্ছ্বাসই নয়, এক ফাঁকে মনিকার গালে চুমুও এঁকে দেন গারফিল্ড।
চলতি বছরের শুরুতেই লন্ডনের এক থিয়েটারে একসঙ্গে দেখা গিয়েছিল এই যুগলকে। তখন থেকেই প্রেমের গুঞ্জন উড়তে থাকে। পিপল ম্যাগাজিন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিতও করেছিল, তবে দুজনই নিজেদের সম্পর্ক আড়াল করে চলছিলেন। অবশেষে খেলার মাঠে প্রকাশ্যে দেখা দিয়ে সেই গোপনীয়তা ভাঙলেন তারা।
তবে প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন কেউই। গত বছর এক সাক্ষাৎকারে অ্যান্ড্রু গারফিল্ড বলেছিলেন, “কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনো কিছু বলিনি, সামনেও বলব না।”
এদিকে শোনা যাচ্ছে, খুব শিগগিরই একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে গারফিল্ড ও মনিকাকে। ‘চ্যালেঞ্জারস’-খ্যাত নির্মাতা লুকা গুয়াদাগনিনো পরিচালনা করবেন তাদের নিয়ে নতুন ছবি ‘আর্টিফিসিয়া’।