‘আমি মৌসুমী নই’ — একই নামে বিভ্রান্তিতে অভিনেত্রী মৌসুমী হামিদ

ঢাকাই শোবিজে একই নামে অনেক তারকা থাকায় বিভ্রান্তিতে পড়তে হয় শিল্পীদের। এমনই এক অভিজ্ঞতার গল্প শেয়ার করলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ভেবে একবার তাকে ওমর সানীর স্ত্রী মনে করেছিলেন অনেকে।
মৌসুমী হামিদ বলেন, “একবার আমি একটি টেলিকম কোম্পানির প্রোগ্রামে কাজ করছিলাম। এক-দেড় ঘণ্টার সেই প্রোগ্রামে বাইরে থেকে বারবার কল আসছিল। কলাররা সবাই জিজ্ঞাসা করছে — সানি ভাই কই? বাচ্চারা কেমন আছে? প্রথমে বুঝতেই পারছিলাম না কী বলব!”
তিনি আরও বলেন, “দেখলাম তিন-চারজন এমন করে জিজ্ঞাসা করছে। পরে ভাবলাম, কথা বলেই দেই। ভেবে বললাম — সানি ভাই ভালো আছেন, বাচ্চারাও ভালো আছে। দুঃখ দেওয়ার দরকার কী!”
প্রসঙ্গত, ঢালিউডের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানী তাদের দাম্পত্য জীবনের তিন দশক পার করেছেন। ১৯৯৫ সালের ২ আগস্ট তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান — ছেলে ফারদিন এহসান স্বাধীন ও মেয়ে ফাইজা।
অন্যদিকে মৌসুমী হামিদ ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে শোবিজে পথচলা শুরু করেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তিনি অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন।