মবতন্ত্রকে রাষ্ট্র পাহারা দিচ্ছে টক শোতে অভিযোগ আনিস আলমগীরের

আনিস আলমগীর : ছবি-সংগৃহীত
রাষ্ট্র মবতন্ত্রকে পাহারা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ মন্তব্য করেন।
আনিস আলমগীর বলেন, “মবতন্ত্রকে রাষ্ট্রই আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। মবকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা এখন সাংবাদিক ও শিল্পীদের তালিকা করছে, হুমকি দিচ্ছে, চাকরিচ্যুত করছে।”
তিনি আরও জানান, ডিজিটাল মবের মাধ্যমে ইতিমধ্যেই তিনজন সাংবাদিক চাকরি হারিয়েছেন, আর প্রায় ২০০ জন সাংবাদিককে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ তার।
আনিস আলমগীর বলেন, “একসময় উপদেষ্টা মাহফুজ আলমও বলেছিলেন, তার বিরুদ্ধেও ডিজিটাল মব হয়েছে। তখন তিনি বলেছিলেন, মবকে কোনোভাবে আশকারা দেওয়া হবে না। কিন্তু বাস্তবে মবকেই সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা যদি মবের কাছে আত্মসমর্পণ করি, তাহলে ২০২৪ সালের আন্দোলনের কোনো মূল্য থাকবে না।”
তিনি আরও অভিযোগ করে বলেন, “এখন যে কাউকে স্বৈরাচারের দোসর বানিয়ে দেওয়া হচ্ছে। অথচ যারা প্রকৃত স্বৈরাচারের দোসর, তারা শেখ হাসিনার সঙ্গে বিদেশ ভ্রমণে মজা করছে। আর দেশে নিরীহ মানুষদের ধরে স্বৈরাচারের দোসর বলে অপবাদ দিচ্ছে।”
আনিস আলমগীর বলেন, “জুলাইয়ের আন্দোলনের এত বড় ত্যাগ এখন কোথায়? স্বাধীনতা ২.০ নামে যে আন্দোলন হলো, তা বিজয়ীদের কাছে নতুন স্বাধীনতা, আর জামায়াতের ন্যারেটিভে একাত্তরকে অস্বীকার করার কৌশল। তারা এখন আগের স্বাধীনতার স্থপতির মূর্তি ভাঙছে, বাড়ি ভাঙছে, আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় নতুন স্বাধীনতার নামে আরেকটি দলের বিরুদ্ধেও নেমেছে।”