আসিফ নজরুলের স্ট্যাটাস ঘিরে সাংবাদিক সমাজে বিতর্ক মাসুদ কামালের কড়া প্রতিক্রিয়া

মাসুদ কামাল : ছবি-সংগৃহীত
আইন ও বিচার এবং প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সাম্প্রতিক এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই স্ট্যাটাসে আসিফ নজরুল দাবি করেন, উপদেষ্টা পদের জন্য অন্তত পাঁচ-ছয়জন সাংবাদিক ও টক শো আলোচক তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।
এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। রবিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এই ধরনের অস্পষ্ট মন্তব্য পুরো সাংবাদিক সমাজকে সন্দেহের আওতায় নিয়ে এসেছে। নাম না বলে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করা হয়েছে।”
মাসুদ কামাল জানান, তিনি নিজেও সাংবাদিক এবং নিয়মিত টক শোতে অংশগ্রহণ করেন। ফলে অনেকেই তাকে এই তালিকার অংশ ভেবে প্রশ্ন করছেন। তিনি বলেন, “আমার নিজের ভাই পর্যন্ত জিজ্ঞাসা করেছে, তুমিও কি সেই তালিকায় আছো?”
তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, “আমি কখনো কোনো উপদেষ্টা হওয়ার জন্য কারো সঙ্গে যোগাযোগ করিনি বা আগ্রহও দেখাইনি। সাংবাদিকতা ছাড়া আমি আর কোনো কাজ শিখিনি। পেশাগত অবস্থান থেকে কাউকে ফোন করে পদ চাওয়ার কাজ করিনি, আর করবও না।”
ড. আসিফ নজরুলকে উদ্দেশ করে মাসুদ কামাল আরও বলেন, “আপনি যদি সত্যিই বলেন যে, কয়েকজন সাংবাদিক তদবির করেছেন, তাহলে তাদের নাম প্রকাশ করুন। না হলে সবাই ভাববে, আপনি কারো প্রতি খোঁচা দিতে বা নিজের অবস্থান জাস্টিফাই করতে এমনটা বলছেন।”
আসিফ নজরুলের উপদেষ্টা হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন মাসুদ কামাল। তিনি বলেন, “যে কাজ আপনি শিখেননি, সেই কাজ করছেন কেন? আপনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিক নন। তাহলে উপদেষ্টা পদে বসেছেন কেন?”
তিনি আরও যোগ করেন, “আপনি কি দেশকে সংগঠিত করতে পেরেছেন? আগে আপনার যে গ্রহণযোগ্যতা ছিল, এখন কি সেটা আছে? এই সরকার যখন ফেব্রুয়ারি-এপ্রিল-জুনে শেষ হবে, তখন আপনি কী করবেন? আগের পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের মতো ফিরতে পারবেন?”