চলতি বছরে হজে সৌদি আরবে ৩২৫ বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন মা’রা গেছেন ৪৪ জন

চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ৩২৫ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসা নিয়েছেন। এছাড়া বর্তমানে সৌদি আরবের সরকারি হাসপাতালে ১৪ জন বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। বুলেটিনে উল্লেখ করা হয়েছে, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাপ্রাপ্ত মোট হজযাত্রী ৩২৫ জন।
সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে এ পর্যন্ত মোট ৬৯,৩৬৪টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।
এদিকে, চলতি বছর হজ পালনকালে এখন পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন।
হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের ফিরতি প্রথম ফ্লাইট শুরু হয় ১০ জুন। ওই দিন সকালে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি-৩৮০৩ ৩৭৭ জন হজযাত্রীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ গত ৫ জুন অনুষ্ঠিত হয়।