ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের নোবেল পাওয়ার দাবিতে নোবেল কমিটির কাছে চিঠিও পাঠিয়েছেন তিনি — খবর টাইমস অব ইসরায়েল’র।
সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনে এক নৈশভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রটি তুলে দেন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, “তিনি (ট্রাম্প) আমাদের কথায় একের পর এক দেশে ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন। এই চিঠির মাধ্যমে আমি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করছি, যা আপনার প্রাপ্য।”
মনোনয়নপত্র হাতে পেয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “আপনাকে অনেক ধন্যবাদ। আমি এটা জানতাম না — বাহ! এটি খুবই অর্থবহ।”
এর আগে, চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিতে মধ্যস্থতার ভূমিকার জন্যও মার্কিন কংগ্রেস সদস্য বাডি কার্টার ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নের চিঠি পাঠান।