| ৮ জুলাই ২০২৫
শিরোনাম:

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের নোবেল পাওয়ার দাবিতে নোবেল কমিটির কাছে চিঠিও পাঠিয়েছেন তিনি — খবর টাইমস অব ইসরায়েল’র।

সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনে এক নৈশভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রটি তুলে দেন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, “তিনি (ট্রাম্প) আমাদের কথায় একের পর এক দেশে ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন। এই চিঠির মাধ্যমে আমি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করছি, যা আপনার প্রাপ্য।”

মনোনয়নপত্র হাতে পেয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “আপনাকে অনেক ধন্যবাদ। আমি এটা জানতাম না — বাহ! এটি খুবই অর্থবহ।”

এর আগে, চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিতে মধ্যস্থতার ভূমিকার জন্যও মার্কিন কংগ্রেস সদস্য বাডি কার্টার ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নের চিঠি পাঠান।

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ২৪ কোটি টাকার সম্পদ জব্দ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

গোলাম দস্তগীর গাজী : ছবি-সংগৃহীত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে থাকা ১২টি কোম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের আনুমানিক মূল্য ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুদকের উপসহকারী পরিচালক মো. জুলফিকার এ বিষয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্ত চলাকালে আসামি অসাধু উপায়ে অর্জিত সম্পদ গোপনে স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন। তাই এসব সম্পদ অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।

এর আগে গত ৫ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় তার ৪৪৮ কোটি টাকার সম্পদের তথ্য উঠে আসে, যার মধ্যে ২৩ কোটি ৫১ লাখ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‘গুঁড়ি গুঁড়ি থেকে ভারী বৃষ্টি পাঁচ দিন বাড়তে পারে বর্ষণ’

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে শুরু করে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও সড়কে পানি জমে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। তবে টানা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে আগামী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে, একই সঙ্গে কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। এ বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল রয়েছে।

দপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে সারা দেশের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে নীলফামারীর ডিমলায়, ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে, যেখানে ১৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

অতিরিক্ত কোন খাবারে কিডনিতে পাথরের ঝুঁকি বাড়ে?

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

আগে কিডনিতে পাথর হওয়ার কথা শোনা যেত বটে, তবে এখন এ সমস্যা অনেক বেশি মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে। চিকিৎসকদের মতে, এর অন্যতম প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। কিছু খাবার বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর তৈরি হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

কোন খাবারে বিপদ বেশি? জেনে নিন:

🥬 শাকসবজি: পালং শাক, বিট, রাঙা আলু ও পুঁই শাক—এগুলোতে ‘অক্সালেট’ বেশি থাকে, যা কিডনিতে জমে ক্যালসিয়াম অক্সালেট পাথর তৈরি করে।

🥜 বাদাম ও বীজ: কাজু, চীনা বাদাম বা নানা বীজজাত খাবারে অক্সালেটের পরিমাণ বেশি। কিডনি সুস্থ রাখতে এগুলো পরিমিত খাওয়াই ভালো।

🧂 অতিরিক্ত লবণ: চিপস, চানাচুর, প্রক্রিয়াজাত খাবারে থাকা সোডিয়াম কিডনিকে বেশি ক্যালসিয়াম বের করতে বাধ্য করে, যা প্রস্রাবে পাথরের উপাদান বাড়িয়ে দেয়।

🥩 লাল মাংস: রেড মিটে থাকা পিউরিন ভেঙে ইউরিক এসিড তৈরি হয়। ইউরিক এসিডের মাত্রা বেড়ে গেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে।

🥤 চিনি ও কোল্ড ড্রিঙ্কস: অতিরিক্ত চিনি ক্যালসিয়ামের বিপাকে বাধা দেয়, প্যাকেটজাত ফলের রস বা মিষ্টি পানীয়ও ঝুঁকি বাড়ায়।

🥛 অতিরিক্ত দুধ: দুধ, দই বা পনির প্রয়োজনের বেশি খেলে ক্যালসিয়াম বাড়তি অক্সালেটের সঙ্গে মিলে পাথর তৈরি করতে পারে।

☕ চা ও কফি: দিনে ২-৩ কাপের বেশি চা বা কফি শরীরকে পানিশূন্য করে, ফলে ঘন প্রস্রাবের কারণে খনিজ জমে পাথর হয় সহজেই।

তাই সচেতন থাকুন, পানি বেশি খান আর খাবারের পরিমাণে সামঞ্জস্য রাখুন—তাহলেই দূরে থাকবে কিডনিতে পাথরের ঝুঁকি।

×