বাংলাদেশি পণ্য আমদানিতে ট্রাম্পের ৩৫% শুল্ক ঘোষণা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের প্রবেশে নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প জানান, বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপানসহ মোট ১৪টি দেশের পণ্যের ওপর নতুন শুল্কহার নির্ধারণ করা হয়েছে। হোয়াইট হাউসের আগের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ায় এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে। তিনি আরও সতর্ক করে বলেন, বাংলাদেশ পাল্টা শুল্ক আরোপ করলে সেই হার আরও বাড়ানো হবে।
এর আগে চলতি বছরের ৯ এপ্রিল থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, যা বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে তিন মাসের জন্য স্থগিত ছিল। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন শুল্কহার ঘোষণা করা হলো।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানের পণ্যে ২৫ শতাংশ, মিয়ানমার ও লাওসে ৪০ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৩০ শতাংশ, আর মালয়েশিয়া, তিউনিসিয়া, কাজাখস্তানসহ অন্য দেশগুলোর ওপরও বিভিন্ন হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।