৫০টি রাজনৈতিক দলের কাছে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দিল নির্বাচন কমিশন

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করতে ৫০টি নিবন্ধিত দলের কাছে নিরীক্ষা প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৭ জুলাই) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ২০২৪ সালের পঞ্জিকা বছরের হিসাব চেয়ে এবার ৫০টি দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইসি সচিবালয় থেকে এসব চিঠি দলগুলোর সভাপতি বা সাধারণ সম্পাদকের ঠিকানায় পাঠানো হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন স্থগিত থাকায় এবার আওয়ামী লীগের কাছে হিসাব চাওয়া হয়নি। ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালুর পর এই প্রথম দলটি বাদ পড়ল। অন্যদিকে প্রায় একযুগ পর জামায়াতে ইসলামী পুনরায় নিবন্ধন ফিরে পাওয়ায় এবার দলটিকেও বার্ষিক লেনদেনের তথ্য দিতে বলা হয়েছে।
বর্তমানে দেশে ৫০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। এর মধ্যে একটির নিবন্ধন স্থগিত এবং চারটি দলের নিবন্ধন বাতিল রয়েছে।
আইন অনুযায়ী, নিবন্ধিত দলগুলোকে প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের বছরের (এই ক্ষেত্রে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) সমস্ত আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে। এজন্য স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক।
আইনটি আরও বলছে, কোনো রাজনৈতিক দল যদি টানা তিন বছর নিরীক্ষা প্রতিবেদন না জমা দেয়, তাহলে তার নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।