| ৭ জুলাই ২০২৫
শিরোনাম:

২০২৫ সালে বদলে যাবে প্রযুক্তির চেহারা: আসছে যে ৫ নতুন উদ্ভাবন

২০২৫ সালে বদলে যাবে প্রযুক্তির চেহারা: আসছে যে ৫ নতুন উদ্ভাবন

প্রতিবছরই প্রযুক্তির নতুন অগ্রগতি আমাদের দৈনন্দিন জীবনযাপনকে নতুনভাবে গড়ে দিচ্ছে। ২০২৪ বিদায় নিয়েছে, নতুন বছরে কী কী প্রযুক্তি উদ্ভাবন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আগ্রহের শেষ নেই। চলুন, ২০২৫ সালে সম্ভাব্য পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ট্রেন্ড একনজরে দেখে নেওয়া যাক—

এআই এজেন্ট:
২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আরও কার্যকর ও স্বয়ংক্রিয় হতে যাচ্ছে। মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠান এআই এজেন্ট ব্যবহার শুরু করেছে, যা প্রচলিত চ্যাটবটের চেয়ে বেশি সক্ষম। অফিসের নথিপত্র, গ্রাহকসেবা, বিক্রয় এমনকি প্রশাসনিক কাজও স্বয়ংক্রিয়ভাবে সামলাবে এই এআই এজেন্ট। ফলে ব্যবসার খরচ ও সময় দুই-ই বাঁচবে।

বহুমুখী রোবট:
মাল্টিফাংশনাল রোবট ২০২৫ সালের অন্যতম আলোচিত প্রযুক্তি হতে যাচ্ছে। এসব রোবট উৎপাদনশিল্প, স্বাস্থ্য খাত এমনকি রিটেইল খাতেও ব্যবহৃত হবে। প্যাকেজিং, জীবাণুমুক্তকরণ, জটিল মেশিন চালানো—সবই করতে পারবে এক রোবট। আমাজন, সিমেন্স ইতোমধ্যেই এ খাতে বড় বিনিয়োগ করছে।

পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি:
কোয়ান্টাম কম্পিউটারের অগ্রগতির ফলে প্রচলিত এনক্রিপশন সিস্টেম ঝুঁকিতে পড়ছে। তাই গুগল, আইবিএম ও মাইক্রোসফট কোয়ান্টাম আক্রমণ প্রতিরোধী অ্যালগরিদম তৈরি করছে। নতুন পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি পদ্ধতি ডেটা চুরি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিসইনফরমেশন সিকিউরিটি:
মিথ্যা তথ্য বা গুজব রোধে নতুন এআইভিত্তিক সমাধান নিয়ে আসছে মেটা, এক্স (টুইটার) সহ বড় প্রতিষ্ঠানগুলো। বিভ্রান্তিকর তথ্য সনাক্ত ও সত্যতা যাচাইয়ে ডিসইনফরমেশন সিকিউরিটির উন্নত সংস্করণ সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।

হাইব্রিড কম্পিউটিং:
জটিল সমস্যা সমাধানে সাধারণ কম্পিউটার ও কোয়ান্টাম কম্পিউটারের সমন্বয়ই হাইব্রিড কম্পিউটিং। এটি ডেটা বিশ্লেষণ, সাইবার সিকিউরিটি, মেশিন লার্নিং এবং মার্কেট প্রেডিকশনে বড় ভূমিকা রাখবে। আইবিএম ও গুগলের মতো কোম্পানি ইতিমধ্যে এ প্রযুক্তি নিয়ে কাজ করছে।

২০২৫ সালের এই সম্ভাব্য প্রযুক্তি উদ্ভাবনগুলো শুধু আমাদের জীবনযাত্রাই সহজ করবে না, একইসঙ্গে নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জেরও দুয়ার খুলে দেবে।

সাংবাদিকদের হুমকির ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা ও প্রতিবাদ

২০২৫ সালে বদলে যাবে প্রযুক্তির চেহারা: আসছে যে ৫ নতুন উদ্ভাবন

মিডিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপ ও সাংবাদিকদের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (৭ জুলাই) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

বিবৃতিতে তারা বলেন, ‘স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম উদ্দেশ্য। অথচ আজ সেই অভ্যুত্থানের শীর্ষ নেতাদের কেউ কেউ সাংবাদিকদের হুমকি দিচ্ছেন, যা স্বাধীন সাংবাদিকতার জন্য স্পষ্ট প্রতিবন্ধক।’

তারা বলেন, রবিবার রাজশাহীতে এনসিপির এক শীর্ষ নেতা যে হুমকি দিয়েছেন, তা এক ধরনের ফ্যাসিবাদী পদধ্বনি। সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে এই ধরনের হুমকিতে দমন করা যাবে না। সাংবাদিক সমাজ অতীতেও অন্যায় হস্তক্ষেপ মেনে নেয়নি, এখনও নেবে না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষাই ছিল জুলাই বিপ্লবের অন্যতম লক্ষ্য। সেই চেতনার পরিপন্থী কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানাই। মিডিয়ার ভূমিকা নিয়ে অভিযোগ থাকলে আদালত ও প্রেস কাউন্সিলে যাওয়া উচিত, হুমকি নয়।’

৮ ঘণ্টা কেন সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করব দীপিকাকে ঘিরে মন্তব্য রাশমিকার

২০২৫ সালে বদলে যাবে প্রযুক্তির চেহারা: আসছে যে ৫ নতুন উদ্ভাবন

সম্প্রতি ৮ ঘণ্টার বেশি শুটিং না করার শর্তে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। তবে এবার তার বিপরীতে ভিন্ন সুর শোনা গেল দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার মুখে।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় কাজ করার কথা ছিল দীপিকার, তবে ৮ ঘণ্টার বেশি কাজ না করার শর্তে তাকে বাদ দিয়ে নেওয়া হয় তৃপ্তি দিমরিকে। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে রাশমিকা বলেন, “আট ঘণ্টা নয়, সিনেমার স্বার্থে প্রয়োজনে ১২ ঘণ্টাও কাজ করতে পারি।”

রাশমিকা আরও বলেন, “আমি তেলুগু, কন্নড়, তামিল — সব ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সেসব জায়গায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করেছি। কিন্তু বলিউডে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শুটিং করতে হয়েছে। কখনও কখনও টানা ৩৬ ঘণ্টাও শুটিং করতে হয়েছে।”

তার মতে, কাজের সময় ঠিক করা উচিত সিনেমা ও টিমের প্রয়োজন অনুযায়ী। রাশমিকার বক্তব্যে স্পষ্ট, তিনি দীপিকার মতো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার পক্ষে নন। বরং কাজের প্রয়োজনে সবটুকু উজাড় করে দিতে রাজি।

১০ বছর মেয়াদি পরিকল্পনায় বিসিসিটি হবে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ

২০২৫ সালে বদলে যাবে প্রযুক্তির চেহারা: আসছে যে ৫ নতুন উদ্ভাবন

সৈয়দা রিজওয়ানা হাসান : ছবি-সংগৃহীত

বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে (বিসিসিটি) দক্ষ, স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিশেষজ্ঞদের পরামর্শে ১০ বছর মেয়াদি স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়নসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৭ জুলাই) রাজধানীর মহাখালীতে বিসিসিটি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০ সময়োপযোগী করে সংশোধন ও নির্দেশিকা হালনাগাদ করা হবে। সরকারি জমি বরাদ্দ পেলে বিসিসিটির নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যা প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও স্থায়ী ও গতিশীল করবে।’

রিজওয়ানা হাসান জানান, ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর পেটেন্ট অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, প্রকল্প তদারকিতে রিয়েল টাইম ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ‘ট্রাস্টের জনবলকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ ও কার্যকর করে তুলতে হবে।’

মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি উল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×