সংসার গুঞ্জন ফের উস্কে দিলেন মিষ্টি জান্নাত শাকিব খানের সঙ্গে আবারও ছবি প্রকাশ

আবারও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে ছবি শেয়ার করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের সঙ্গে তোলা পুরনো একটি ছবি প্রকাশ করেছেন তিনি, যা ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে।
এর আগেও একাধিকবার শাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। অনেকেই প্রশ্ন তুলছেন, মাঝে মাঝেই শাকিবের সঙ্গে ছবি প্রকাশের রহস্য কী? নেটিজেনদের একাংশের দাবি, হয়তো আলোচনায় থাকতে ইচ্ছাকৃতভাবেই এমন কৌশল নিচ্ছেন মিষ্টি। কারণ এর আগেও তিনি অভিনেতা বাপ্পী এবং ওপার বাংলার এক নায়কের সঙ্গে পুরনো ছবি পোস্ট করেছিলেন।
গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছিল মিষ্টি জান্নাতকে ঘিরে। তবে সে গুঞ্জন নিজেই উড়িয়ে দেন তিনি। এরপরও একের পর এক ছবি প্রকাশে গুঞ্জনের আগুন নেভার বদলে যেন আরও দাউদাউ করছে।
কিছুদিন আগে শাকিবের সঙ্গে বিমানে তোলা একাধিক ছবি শেয়ার করেন মিষ্টি জান্নাত। সেই ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। তখন অনেকে প্রেমের ইঙ্গিতও খুঁজে পান। কেউ কেউ মিষ্টিকে শাকিবের স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর ‘সতীন’ বলেও মন্তব্য করেন। পরে জানা যায়, ফ্লাইটে শাকিবের সঙ্গে দেখা হলে মিষ্টি নিজেই সেলফি তুলেছিলেন।
এদিকে বারবার এমন ছবি প্রকাশ নিয়ে শাকিব ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, শাকিবের সঙ্গে নাম জড়িয়ে মিষ্টি আলোচনায় থাকার চেষ্টা করছেন। তবে মিষ্টির ভক্তদের একাংশ বলছেন, সহশিল্পীর সঙ্গে পুরোনো ছবি শেয়ার করা নতুন কিছু নয়। তবুও কয়েক মাসের ব্যবধানে তৃতীয়বার শাকিবের সঙ্গে ছবি পোস্টে আবারও প্রশ্নের মুখে এই চিত্রনায়িকা।