আবারও শুরু হচ্ছে আরিফিন শুভ-সোহিনী সরকারের ‘লহু’ সিরিজের শুটিং

আরিফিন শুভ : ছবি-সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে নির্মিত ‘লহু’ ওয়েব সিরিজের শুটিং আবারও শুরু হচ্ছে। ২০২৩ সালের শেষ দিকে ঘোষণার পর পশ্চিমবঙ্গের নির্মাতা রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় শুটিং শুরু হলেও সেটি হঠাৎ থেমে যায় নানা জটিলতায়।
জানিয়েছে, ডিরেক্টরস ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং শুরু করায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেছিল ফেডারেশন। এই ঘটনা টালিউডে তোলপাড় সৃষ্টি করে। তবে সব জটিলতা অবসান ঘটিয়ে ফের পুরোনো ছন্দে ফিরছে ‘লহু’।
দেশি ওটিটি প্ল্যাটফর্মের ভারতীয় প্রতিনিধি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক রাহুল জানিয়েছেন, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়েছে।
রাহুল মুখোপাধ্যায় বলেন, ‘স্বরূপদা না থাকলে এটা সম্ভব হতো না। তার সহায়তাতেই আমরা আবার শুটিং শুরু করতে পারছি।’
ওটিটির কর্মকর্তা অনিন্দ্য বলেন, ‘আমাদের দিক থেকেও কিছু ভুল ছিল, যা স্বরূপদা বুঝিয়ে দিয়েছেন। সব সমস্যার সমাধান হয়েছে। এখন আবার ‘লহু’ শুরু করছি। পাশাপাশি চরকির আরও কিছু প্রজেক্ট পরিকল্পনায় আছে।’