| ৭ জুলাই ২০২৫
শিরোনাম:

১০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

১০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

গত ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে পর্যন্ত ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৯ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।

এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

ফলাফল প্রকাশের দিন থেকেই শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

গাজায় নির্বিচারে গুলি চালানোর অভিযোগ ইসরায়েলি সেনার

১০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

গাজা উপত্যকায় দায়িত্ব পালন করা এক ইসরায়েলি রিজার্ভ সেনা স্কাই নিউজকে দেওয়া এক বিরল ভিডিও সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, তার ইউনিটকে প্রায়ই ‘নো-গো জোন’ বলে চিহ্নিত এলাকায় যে-ই প্রবেশ করুক, সশস্ত্র হোক বা নিরস্ত্র, তাকে গুলি করে হত্যা করতে নির্দেশ দেওয়া হতো।

নিজের নিরাপত্তার জন্য নাম গোপন রেখে ওই সেনা জানান, “যেই নির্ধারিত সীমারেখা পার হবে, সে মরবে — কে সে, তা গুরুত্বপূর্ণ নয়।” তিনি অভিযোগ করেন, গাজায় বেসামরিকদের নির্বিচারে গুলি করা হতো এবং প্রায়ই সেনাদের আচরণ নির্ভর করত তাদের কমান্ডারের মর্জির ওপর।

তিনি জানান, তিনি ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) ২৫২তম ডিভিশনের সদস্য হিসেবে গাজার কেন্দ্র দিয়ে গড়ে ওঠা ‘নেটজারিম করিডোরে’ দুই দফায় মোতায়েন ছিলেন — যা গাজা ভূখণ্ডকে দুই ভাগে ভাগ করে দেয়।

তিনি বলেন, “আমরা এমন ঘর দখল করেছি যেখানে একসময় গাজাবাসীরা থাকত। সেই ঘর ঘিরে ‘নো-গো জোন’ তৈরি করা হতো। বলা হতো গাজার সবাই জানে এখানে ঢোকা মানা, কিন্তু তারা কীভাবে জানবে?”

তার ভাষ্যমতে, কিশোররা কখনো সাইকেল চালিয়ে সীমারেখায় চলে এলে তাকেও গুলি করা হয়েছে। অনেক সেনাই মনে করতেন, গাজার কেউই নির্দোষ নয় — ৭ অক্টোবর হামাসের হামলার জন্য পুরো গাজা জনগণকেই দায়ী করা হতো। কেউ কেউ বলতো, “ওরা আমাদের কষ্ট দেখে আনন্দ করছিল, তাই ওদের মরাই উচিত।”

তিনি অভিযোগ করেন, নিয়মিত এমন কথাবার্তা হতো এবং বেশিরভাগ কমান্ডারই তা সমর্থন করতেন। অনিয়মিত আদেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, কখনো সীমা পার হলে গুলি করতে বলা হতো, কখনো বলা হতো মরদেহ নিতে এলে বন্দি করতে — আবার কিছুক্ষণের মধ্যেই নতুন আদেশ আসত, সবাইকে গুলি করতে হবে।

সেনাটি বলেন, “সব কিছু যেন ‘ওয়াইল্ড ওয়েস্ট’-এর মতো হয়ে গেছে। কেউ যা খুশি করছে, কোনো জবাবদিহিতা নেই।” তিনি আরও বলেন, “আমি মনে করি, খুব খারাপ কিছুতে অংশ নিয়েছি। তাই এখন সত্যিটা প্রকাশ করতে চাই।”

তিনি স্বীকার করেন, ইসরায়েলি সমাজে সেনাবাহিনীর সমালোচনা করা প্রায় অসম্ভব এবং কেউ তা করলে দেশদ্রোহী হিসেবে দেখা হয়। তিনি আশা প্রকাশ করেন, তার বক্তব্য হয়তো সত্যকে সামনে আনতে সাহায্য করবে।

এদিকে আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন ও নিজস্ব নিয়ম মেনেই কাজ করছে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সব বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছে। তবে এ অভিযোগের বিস্তারিত তথ্য না থাকায় তারা আলাদা করে কোনো তদন্ত শুরু করতে পারছে না। যথাযথ তথ্য পেলে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে আইডিএফ।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, এমন অভিযোগগুলো যুদ্ধাপরাধের আওতায় পড়ে এবং এর সুষ্ঠু আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন।

২০২৫ সালে বদলে যাবে প্রযুক্তির চেহারা: আসছে যে ৫ নতুন উদ্ভাবন

১০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

প্রতিবছরই প্রযুক্তির নতুন অগ্রগতি আমাদের দৈনন্দিন জীবনযাপনকে নতুনভাবে গড়ে দিচ্ছে। ২০২৪ বিদায় নিয়েছে, নতুন বছরে কী কী প্রযুক্তি উদ্ভাবন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আগ্রহের শেষ নেই। চলুন, ২০২৫ সালে সম্ভাব্য পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ট্রেন্ড একনজরে দেখে নেওয়া যাক—

এআই এজেন্ট:
২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আরও কার্যকর ও স্বয়ংক্রিয় হতে যাচ্ছে। মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠান এআই এজেন্ট ব্যবহার শুরু করেছে, যা প্রচলিত চ্যাটবটের চেয়ে বেশি সক্ষম। অফিসের নথিপত্র, গ্রাহকসেবা, বিক্রয় এমনকি প্রশাসনিক কাজও স্বয়ংক্রিয়ভাবে সামলাবে এই এআই এজেন্ট। ফলে ব্যবসার খরচ ও সময় দুই-ই বাঁচবে।

বহুমুখী রোবট:
মাল্টিফাংশনাল রোবট ২০২৫ সালের অন্যতম আলোচিত প্রযুক্তি হতে যাচ্ছে। এসব রোবট উৎপাদনশিল্প, স্বাস্থ্য খাত এমনকি রিটেইল খাতেও ব্যবহৃত হবে। প্যাকেজিং, জীবাণুমুক্তকরণ, জটিল মেশিন চালানো—সবই করতে পারবে এক রোবট। আমাজন, সিমেন্স ইতোমধ্যেই এ খাতে বড় বিনিয়োগ করছে।

পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি:
কোয়ান্টাম কম্পিউটারের অগ্রগতির ফলে প্রচলিত এনক্রিপশন সিস্টেম ঝুঁকিতে পড়ছে। তাই গুগল, আইবিএম ও মাইক্রোসফট কোয়ান্টাম আক্রমণ প্রতিরোধী অ্যালগরিদম তৈরি করছে। নতুন পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি পদ্ধতি ডেটা চুরি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিসইনফরমেশন সিকিউরিটি:
মিথ্যা তথ্য বা গুজব রোধে নতুন এআইভিত্তিক সমাধান নিয়ে আসছে মেটা, এক্স (টুইটার) সহ বড় প্রতিষ্ঠানগুলো। বিভ্রান্তিকর তথ্য সনাক্ত ও সত্যতা যাচাইয়ে ডিসইনফরমেশন সিকিউরিটির উন্নত সংস্করণ সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।

হাইব্রিড কম্পিউটিং:
জটিল সমস্যা সমাধানে সাধারণ কম্পিউটার ও কোয়ান্টাম কম্পিউটারের সমন্বয়ই হাইব্রিড কম্পিউটিং। এটি ডেটা বিশ্লেষণ, সাইবার সিকিউরিটি, মেশিন লার্নিং এবং মার্কেট প্রেডিকশনে বড় ভূমিকা রাখবে। আইবিএম ও গুগলের মতো কোম্পানি ইতিমধ্যে এ প্রযুক্তি নিয়ে কাজ করছে।

২০২৫ সালের এই সম্ভাব্য প্রযুক্তি উদ্ভাবনগুলো শুধু আমাদের জীবনযাত্রাই সহজ করবে না, একইসঙ্গে নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জেরও দুয়ার খুলে দেবে।

জেনে নিন পেটব্যথা মুক্তি মিলবে এই ৫ খাবারে

১০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

আধুনিক জীবনযাপন বদলে দিয়েছে আমাদের খাদ্যাভ্যাস, ঘুম ও দৈনন্দিন আচরণ। এর প্রভাব পড়ে শরীরের নানা জায়গায়। বিশেষ করে বর্ষাকালে অনিয়মিত খাবারদাবারে অনেকেই পেটব্যথার সমস্যায় ভুগে থাকেন। কখনও হঠাৎই খাবার খাওয়ার পর পেটে মোচড় দিয়ে ব্যথা শুরু হয়। তখন অনেকে বুঝে উঠতে পারেন না, কী ওষুধ খাবেন বা কী করবেন। এমন পরিস্থিতিতে কিছু প্রাকৃতিক খাবারই হতে পারে উপকারি।

জেনে নিন, কোন ৫টি খাবার পেটের ব্যথা কমাতে সহায়ক হতে পারে:

আদা:
পেটব্যথা কমাতে আদা খুবই কার্যকর। আদার অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান বদহজম, বমি ভাব ও গ্যাসের সমস্যা দূর করে। চাইলে আদা চা হিসেবে পান করতে পারেন।

কলা:
কলা দেহের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বমি বা পেট খারাপের পর ডিহাইড্রেশন রোধেও কলা ভালো কাজ দেয়। এছাড়া গ্যাস-অম্বলের সমস্যাও কমায়।

পেপারমিন্ট চা:
পুদিনা পাতার চা কোষ্ঠকাঠিন্য, বদহজম ও ডায়রিয়া থেকে মুক্তি দেয়। এটি পেটের অস্বস্তি কমাতে কার্যকর।

টক দই:
ব্যাকটেরিয়ার কারণে পেটের সংক্রমণ হলে টক দই খুবই উপকারী। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় এবং প্রো-বায়োটিক হিসেবে কাজ করে।

আপেল সিদ্ধ:
কাঁচা আপেলের বদলে সিদ্ধ আপেল খেলে পেটের অতিরিক্ত এসিড কমে যায়। পেট খারাপ বা গ্যাসের সমস্যায় এটি খিদা নিয়ন্ত্রণেও সাহায্য করে।

পেটের ব্যথা বা অস্বস্তি দূর করতে ওষুধের বদলে এসব প্রাকৃতিক খাবার নিয়মিত খেতে পারেন। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

×