| ৭ জুলাই ২০২৫
শিরোনাম:

নির্বাচন পিছিয়ে দিতে মবকে প্রশ্রয় দিচ্ছে সরকার’ — রুমিন ফারহানা

নির্বাচন পিছিয়ে দিতে মবকে প্রশ্রয় দিচ্ছে সরকার’ — রুমিন ফারহানা

রুমিন ফারহানা : ছবি-সংগৃহীত

নির্বাচন যতটা সম্ভব পিছিয়ে দিতে সরকার পরিকল্পিতভাবে মবকে (উচ্ছৃঙ্খল জনতাকে) প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, মব যারা তৈরি করছে বা সুবিধা নিচ্ছে, তারা সরাসরি সরকারের ছত্রছায়ায় আছে।

রুমিন ফারহানা অভিযোগ করেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা ও মাজার ভাঙার ঘটনার মধ্যে স্পষ্ট প্যাটার্ন আছে। তিনি বলেন, “৩২ নাম্বার ভাঙা, আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা — এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করে বলা হচ্ছে, এই আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, চাইলে চলে যাবেন। এর মধ্য দিয়ে তিনি এক ধরনের বার্তা দিয়েছেন — যা এই মবকে উসকে দিচ্ছে।”

বিএনপির সাবেক এই সংসদ সদস্যের অভিযোগ, অস্থিতিশীলতা ছড়িয়ে পরিকল্পিতভাবে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছে একাংশের রাজনৈতিক শক্তি। রুমিন ফারহানার দাবি, “বিএনপি ছাড়া যারা মাঠে সক্রিয়, তাদের জন্য নির্বাচন যত দেরি হয় ততই লাভজনক। তাই ঠাণ্ডা মাথায় এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “যদি মবতন্ত্র চলতে থাকে, তাহলে ভোটাররা কীভাবে নিশ্চিত হবে যে তাদের ভোট ঠিকমতো বাক্সে যাবে?”

৮ ঘণ্টা কেন সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করব দীপিকাকে ঘিরে মন্তব্য রাশমিকার

নির্বাচন পিছিয়ে দিতে মবকে প্রশ্রয় দিচ্ছে সরকার’ — রুমিন ফারহানা

সম্প্রতি ৮ ঘণ্টার বেশি শুটিং না করার শর্তে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। তবে এবার তার বিপরীতে ভিন্ন সুর শোনা গেল দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার মুখে।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় কাজ করার কথা ছিল দীপিকার, তবে ৮ ঘণ্টার বেশি কাজ না করার শর্তে তাকে বাদ দিয়ে নেওয়া হয় তৃপ্তি দিমরিকে। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে রাশমিকা বলেন, “আট ঘণ্টা নয়, সিনেমার স্বার্থে প্রয়োজনে ১২ ঘণ্টাও কাজ করতে পারি।”

রাশমিকা আরও বলেন, “আমি তেলুগু, কন্নড়, তামিল — সব ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সেসব জায়গায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করেছি। কিন্তু বলিউডে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শুটিং করতে হয়েছে। কখনও কখনও টানা ৩৬ ঘণ্টাও শুটিং করতে হয়েছে।”

তার মতে, কাজের সময় ঠিক করা উচিত সিনেমা ও টিমের প্রয়োজন অনুযায়ী। রাশমিকার বক্তব্যে স্পষ্ট, তিনি দীপিকার মতো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার পক্ষে নন। বরং কাজের প্রয়োজনে সবটুকু উজাড় করে দিতে রাজি।

১০ বছর মেয়াদি পরিকল্পনায় বিসিসিটি হবে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ

নির্বাচন পিছিয়ে দিতে মবকে প্রশ্রয় দিচ্ছে সরকার’ — রুমিন ফারহানা

সৈয়দা রিজওয়ানা হাসান : ছবি-সংগৃহীত

বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে (বিসিসিটি) দক্ষ, স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিশেষজ্ঞদের পরামর্শে ১০ বছর মেয়াদি স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়নসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৭ জুলাই) রাজধানীর মহাখালীতে বিসিসিটি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০ সময়োপযোগী করে সংশোধন ও নির্দেশিকা হালনাগাদ করা হবে। সরকারি জমি বরাদ্দ পেলে বিসিসিটির নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যা প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও স্থায়ী ও গতিশীল করবে।’

রিজওয়ানা হাসান জানান, ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর পেটেন্ট অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, প্রকল্প তদারকিতে রিয়েল টাইম ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ‘ট্রাস্টের জনবলকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ ও কার্যকর করে তুলতে হবে।’

মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি উল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার কোটি টাকা

নির্বাচন পিছিয়ে দিতে মবকে প্রশ্রয় দিচ্ছে সরকার’ — রুমিন ফারহানা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট, আয়কর ও শুল্কসহ তিনটি প্রধান খাত থেকে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।

সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, “রাজস্ব আদায় নিয়ে কোনো শঙ্কা নেই। কর্মকর্তারা স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছেন।”

তিনি জানান, কাস্টমস ডিউটি পেমেন্ট এখন থেকে অটোমেটেড চালানের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে যাবে, যা পণ্য খালাসের জটিলতা কমাবে। এক সপ্তাহের মধ্যে এ ব্যবস্থা পুরোপুরি চালু হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছিল ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা।

×