নির্বাচন পিছিয়ে দিতে মবকে প্রশ্রয় দিচ্ছে সরকার’ — রুমিন ফারহানা

রুমিন ফারহানা : ছবি-সংগৃহীত
নির্বাচন যতটা সম্ভব পিছিয়ে দিতে সরকার পরিকল্পিতভাবে মবকে (উচ্ছৃঙ্খল জনতাকে) প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, মব যারা তৈরি করছে বা সুবিধা নিচ্ছে, তারা সরাসরি সরকারের ছত্রছায়ায় আছে।
রুমিন ফারহানা অভিযোগ করেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা ও মাজার ভাঙার ঘটনার মধ্যে স্পষ্ট প্যাটার্ন আছে। তিনি বলেন, “৩২ নাম্বার ভাঙা, আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা — এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করে বলা হচ্ছে, এই আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, চাইলে চলে যাবেন। এর মধ্য দিয়ে তিনি এক ধরনের বার্তা দিয়েছেন — যা এই মবকে উসকে দিচ্ছে।”
বিএনপির সাবেক এই সংসদ সদস্যের অভিযোগ, অস্থিতিশীলতা ছড়িয়ে পরিকল্পিতভাবে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছে একাংশের রাজনৈতিক শক্তি। রুমিন ফারহানার দাবি, “বিএনপি ছাড়া যারা মাঠে সক্রিয়, তাদের জন্য নির্বাচন যত দেরি হয় ততই লাভজনক। তাই ঠাণ্ডা মাথায় এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “যদি মবতন্ত্র চলতে থাকে, তাহলে ভোটাররা কীভাবে নিশ্চিত হবে যে তাদের ভোট ঠিকমতো বাক্সে যাবে?”