প্রথমবার নারী এশিয়ান কাপে জায়গা ফুটবল নারীদের জমকালো সংবর্ধনা

প্রথমবার নারী এশিয়ান কাপে জায়গা ফুটবল নারীদের জমকালো সংবর্ধনা
প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। টানা দু’বার দক্ষিণ এশিয়ার শীর্ষস্থান ধরে রাখার পর এবার মহাদেশীয় ফুটবলের মঞ্চেও লাল-সবুজের প্রতিনিধিরা নতুন স্বপ্ন দেখাচ্ছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইপর্বে এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করেছে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের দল। দেশে ফিরে শনিবার (৬ জুলাই) দিবাগত রাত ৩টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজন করে জমকালো সংবর্ধনার। অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে নগদ অর্থসহ পুরস্কারও তুলে দেওয়া হয়।
এর আগে রাত পৌনে ২টার দিকে জাতীয় নারী ফুটবল দল দেশে পৌঁছালে হাতিরঝিলের গ্যালারি ফুটবল ভক্তে ছিল প্রায় হাউসফুল। মধ্যরাতেও হাজারো মানুষের উচ্ছ্বাসে মুখর ছিল রাজধানীর রাজপথ।
মধ্যরাতে সংবর্ধনা আয়োজনের কারণ হিসেবে বাফুফে জানিয়েছে, অধিনায়ক ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা সোমবার সকালে ভুটানের লিগে খেলতে যাচ্ছেন। সপ্তাহখানেক পর গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রও যাবেন ভুটানে। তাই তাদের ব্যস্ত সূচির কারণে রাতেই সংবর্ধনা দিতে হয়েছে।
এশিয়ান কাপের সাফল্যের পর এবার বাংলাদেশের ফুটবলপ্রেমীদের চোখ ২০২৭ নারী বিশ্বকাপে। বাছাইপর্বে স্বাগতিক মিয়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইনের বিপক্ষে তিন ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আট মাস পর শুরু হওয়া এশিয়ান মঞ্চেও ভালো কিছু করবে পিটার বাটলারের শিষ্যরা— এমনটাই প্রত্যাশা ভক্ত-সমর্থকদের।