মানবতাবিরোধী অপরাধ মা’ম’লায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি আজ

শেখ হাসিনা : ছবি-সংগৃহীত
আজ রোববার (৭ জুলাই) আলোচিত জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় শুধুমাত্র চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এর আগে, গত ১ জুলাই মামলার প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয়েছিল টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করলেও আসামিপক্ষ অংশ নেয়নি।
ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও পলাতক দুই আসামিকে হাজির করা সম্ভব হয়নি। ফলে ট্রাইব্যুনাল তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন প্রক্রিয়া শেষ হলে আগামী জুলাইয়ের শেষ ভাগ বা আগস্টের শুরুর দিকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে।