| ৭ জুলাই ২০২৫
শিরোনাম:

মানবতাবিরোধী অপরাধ মা’ম’লায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধ মা’ম’লায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি আজ

শেখ হাসিনা : ছবি-সংগৃহীত

আজ রোববার (৭ জুলাই) আলোচিত জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় শুধুমাত্র চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর আগে, গত ১ জুলাই মামলার প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয়েছিল টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করলেও আসামিপক্ষ অংশ নেয়নি।

ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও পলাতক দুই আসামিকে হাজির করা সম্ভব হয়নি। ফলে ট্রাইব্যুনাল তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন প্রক্রিয়া শেষ হলে আগামী জুলাইয়ের শেষ ভাগ বা আগস্টের শুরুর দিকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে।

আবারও শুরু হচ্ছে আরিফিন শুভ-সোহিনী সরকারের ‘লহু’ সিরিজের শুটিং

মানবতাবিরোধী অপরাধ মা’ম’লায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি আজ

আরিফিন শুভ : ছবি-সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে নির্মিত ‘লহু’ ওয়েব সিরিজের শুটিং আবারও শুরু হচ্ছে। ২০২৩ সালের শেষ দিকে ঘোষণার পর পশ্চিমবঙ্গের নির্মাতা রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় শুটিং শুরু হলেও সেটি হঠাৎ থেমে যায় নানা জটিলতায়।

 জানিয়েছে, ডিরেক্টরস ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং শুরু করায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেছিল ফেডারেশন। এই ঘটনা টালিউডে তোলপাড় সৃষ্টি করে। তবে সব জটিলতা অবসান ঘটিয়ে ফের পুরোনো ছন্দে ফিরছে ‘লহু’।

দেশি ওটিটি প্ল্যাটফর্মের ভারতীয় প্রতিনিধি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক রাহুল জানিয়েছেন, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়েছে।

রাহুল মুখোপাধ্যায় বলেন, ‘স্বরূপদা না থাকলে এটা সম্ভব হতো না। তার সহায়তাতেই আমরা আবার শুটিং শুরু করতে পারছি।’

ওটিটির কর্মকর্তা অনিন্দ্য বলেন, ‘আমাদের দিক থেকেও কিছু ভুল ছিল, যা স্বরূপদা বুঝিয়ে দিয়েছেন। সব সমস্যার সমাধান হয়েছে। এখন আবার ‘লহু’ শুরু করছি। পাশাপাশি চরকির আরও কিছু প্রজেক্ট পরিকল্পনায় আছে।’

চুক্তি না হলে পুনরায় উচ্চ শুল্ক আজ থেকে বিভিন্ন দেশকে চিঠি দিচ্ছেন ট্রাম্প

মানবতাবিরোধী অপরাধ মা’ম’লায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি আজ

ডোনাল্ড ট্রাম্প : ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আজ সোমবার (৭ জুলাই) থেকে বিভিন্ন দেশের উদ্দেশ্যে ‘শুল্ক চিঠি’ পাঠানো শুরু হবে। এসব চিঠির মাধ্যমে জানানো হবে, বেধে দেওয়া সময়ের মধ্যে চুক্তি না হলে আগের মতোই উচ্চ শুল্ক আবার কার্যকর হবে।

রবিবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, প্রথম দফায় ১৫টি দেশের কাছে এ ধরনের চিঠি পাঠানো হবে। এর মাধ্যমে দেশগুলোকে সময় দেওয়া হবে চুক্তি চূড়ান্ত করতে, অন্যথায় আমদানি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ হবে।

তবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, শুল্ক ব্যবস্থা ১ আগস্টের আগে কার্যকর হবে না, যাতে চুক্তির জন্য আরও কিছু সময় পাওয়া যায়। তিনি বলেন, শুল্ক সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে না।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, সোমবার (জুলাই ৭) দুপুর ১২টা (ইস্টার্ন টাইম) থেকে শুল্ক চিঠি পাঠানো শুরু হবে।”

পরবর্তী এক পোস্টে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা উদীয়মান ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) জোটের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প এ জোটের দেশগুলোকে ‘অ্যান্টি-আমেরিকান’ মনোভাবের জন্য দায়ী করেন।

১০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

মানবতাবিরোধী অপরাধ মা’ম’লায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

গত ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে পর্যন্ত ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৯ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।

এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

ফলাফল প্রকাশের দিন থেকেই শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

×