| ৭ জুলাই ২০২৫
শিরোনাম:

রাফাল বিতর্কে চীনের ভূমিকা নিয়ে ফ্রান্সের ক্ষোভ

রাফাল বিতর্কে চীনের ভূমিকা নিয়ে ফ্রান্সের ক্ষোভ

ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতকে ঘিরে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান নিয়ে অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। ফরাসি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, নিজেদের জে-১০সি যুদ্ধবিমানের বিক্রি বাড়াতে এবং বিশ্ববাজারে রাফালের সুনাম ক্ষুণ্ণ করতে বিভিন্ন দেশে চীনা দূতাবাসগুলো গুজব ছড়াচ্ছে।

বার্তাসংস্থা এপি-কে দেয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক ফরাসি সামরিক কর্মকর্তা জানান, ফ্রান্স থেকে রাফাল কিনতে আগ্রহী দেশগুলোর কাছে চীনা দূতাবাসগুলো অপপ্রচার চালাচ্ছে। তবে বেইজিং এই অভিযোগকে ভিত্তিহীন ও গুজব বলে প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তানের সাথে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় রাফালের নির্মাতা দাসো এভিয়েশনের শেয়ারে বড় ধস নামে। এর বিপরীতে চীনা জে-১০সি যুদ্ধবিমানের শেয়ারের দাম বেড়ে গেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

এখন পর্যন্ত দাসো এভিয়েশন বিশ্বের বিভিন্ন দেশে ৫৩৩টি রাফাল যুদ্ধবিমান সরবরাহ করেছে। এর মধ্যে ভারত, মিসর, কাতার, গ্রীস, ক্রোয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের কাছে ৩২৩টি রাফাল বিক্রি হয়েছে। মাল্টি-টার্গেটিং সুবিধাসহ উন্নত প্রযুক্তির কারণে যুদ্ধক্ষেত্রে রাফালের সুখ্যাতি বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে বলে দাবি করছে ফ্রান্স।

নির্বাচনের মাধ্যমে দেশ এগোবে ফেব্রুয়ারিতে ভোটের আশা বিএনপির

রাফাল বিতর্কে চীনের ভূমিকা নিয়ে ফ্রান্সের ক্ষোভ

মির্জা ফখরুল : ছবি-সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারি মাসেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদী বিএনপি। তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে—এটাই আমাদের বিশ্বাস।”

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে সিলেটে পৌঁছান মির্জা ফখরুল। বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

দুপুর ২টায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবারের সদস্যদের সম্মাননায় বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সংসার গুঞ্জন ফের উস্কে দিলেন মিষ্টি জান্নাত শাকিব খানের সঙ্গে আবারও ছবি প্রকাশ

রাফাল বিতর্কে চীনের ভূমিকা নিয়ে ফ্রান্সের ক্ষোভ

আবারও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে ছবি শেয়ার করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের সঙ্গে তোলা পুরনো একটি ছবি প্রকাশ করেছেন তিনি, যা ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে।

এর আগেও একাধিকবার শাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। অনেকেই প্রশ্ন তুলছেন, মাঝে মাঝেই শাকিবের সঙ্গে ছবি প্রকাশের রহস্য কী? নেটিজেনদের একাংশের দাবি, হয়তো আলোচনায় থাকতে ইচ্ছাকৃতভাবেই এমন কৌশল নিচ্ছেন মিষ্টি। কারণ এর আগেও তিনি অভিনেতা বাপ্পী এবং ওপার বাংলার এক নায়কের সঙ্গে পুরনো ছবি পোস্ট করেছিলেন।

গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছিল মিষ্টি জান্নাতকে ঘিরে। তবে সে গুঞ্জন নিজেই উড়িয়ে দেন তিনি। এরপরও একের পর এক ছবি প্রকাশে গুঞ্জনের আগুন নেভার বদলে যেন আরও দাউদাউ করছে।

কিছুদিন আগে শাকিবের সঙ্গে বিমানে তোলা একাধিক ছবি শেয়ার করেন মিষ্টি জান্নাত। সেই ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। তখন অনেকে প্রেমের ইঙ্গিতও খুঁজে পান। কেউ কেউ মিষ্টিকে শাকিবের স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর ‘সতীন’ বলেও মন্তব্য করেন। পরে জানা যায়, ফ্লাইটে শাকিবের সঙ্গে দেখা হলে মিষ্টি নিজেই সেলফি তুলেছিলেন।

এদিকে বারবার এমন ছবি প্রকাশ নিয়ে শাকিব ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, শাকিবের সঙ্গে নাম জড়িয়ে মিষ্টি আলোচনায় থাকার চেষ্টা করছেন। তবে মিষ্টির ভক্তদের একাংশ বলছেন, সহশিল্পীর সঙ্গে পুরোনো ছবি শেয়ার করা নতুন কিছু নয়। তবুও কয়েক মাসের ব্যবধানে তৃতীয়বার শাকিবের সঙ্গে ছবি পোস্টে আবারও প্রশ্নের মুখে এই চিত্রনায়িকা।

আবারও শুরু হচ্ছে আরিফিন শুভ-সোহিনী সরকারের ‘লহু’ সিরিজের শুটিং

রাফাল বিতর্কে চীনের ভূমিকা নিয়ে ফ্রান্সের ক্ষোভ

আরিফিন শুভ : ছবি-সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে নির্মিত ‘লহু’ ওয়েব সিরিজের শুটিং আবারও শুরু হচ্ছে। ২০২৩ সালের শেষ দিকে ঘোষণার পর পশ্চিমবঙ্গের নির্মাতা রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় শুটিং শুরু হলেও সেটি হঠাৎ থেমে যায় নানা জটিলতায়।

 জানিয়েছে, ডিরেক্টরস ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং শুরু করায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেছিল ফেডারেশন। এই ঘটনা টালিউডে তোলপাড় সৃষ্টি করে। তবে সব জটিলতা অবসান ঘটিয়ে ফের পুরোনো ছন্দে ফিরছে ‘লহু’।

দেশি ওটিটি প্ল্যাটফর্মের ভারতীয় প্রতিনিধি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক রাহুল জানিয়েছেন, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়েছে।

রাহুল মুখোপাধ্যায় বলেন, ‘স্বরূপদা না থাকলে এটা সম্ভব হতো না। তার সহায়তাতেই আমরা আবার শুটিং শুরু করতে পারছি।’

ওটিটির কর্মকর্তা অনিন্দ্য বলেন, ‘আমাদের দিক থেকেও কিছু ভুল ছিল, যা স্বরূপদা বুঝিয়ে দিয়েছেন। সব সমস্যার সমাধান হয়েছে। এখন আবার ‘লহু’ শুরু করছি। পাশাপাশি চরকির আরও কিছু প্রজেক্ট পরিকল্পনায় আছে।’

×