মালয়েশিয়ায় ছয় মাসে ২৬ হাজারের বেশি অভিবাসী আ’টক

মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত দেশটির ইমিগ্রেশন বিভাগ ২৬ হাজার ২৩৬ জন অভিবাসীকে আটক করেছে। গত ছয় মাসে ৬ হাজার ৯১৩টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটক হওয়া অভিবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।
দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, অবৈধ অভিবাসন সমস্যা নিয়ন্ত্রণে এই অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে বিভিন্ন দেশের মোট ৯৭ হাজার ৩২২ জনকে যাচাই-বাছাই করা হয়।
স্থানীয় গণমাধ্যম উতুসান মালের প্রতিবেদনে বলা হয়, রেস্তোরাঁ ও কারখানাসহ বিভিন্ন খাতে অবৈধ শ্রমিক রাখার দায়ে এক হাজারের বেশি নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাকারিয়া শাবান জানান, দেশজুড়ে ২০০টির বেশি অবৈধ অভিবাসী হটস্পট চিহ্নিত করা হয়েছে এবং অভিবাসন আইন ভাঙায় জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।