টালিউডে কাজ হারাচ্ছেন পরিচালক-অভিনেতারা ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র : ছবি-সংগৃহীত
ওপার বাংলার ফেডারেশন আর পরিচালকদের মধ্যে দ্বন্দ্বে কাজ হারাচ্ছেন একাধিক পরিচালক, প্রযোজক ও অভিনেতা—এমনই অভিযোগ করেছেন পরিচালক গিল্ডের সদস্যরা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে, নিজেদের পেশা টিকিয়ে রাখতে ইতিমধ্যেই ১৩ জন পরিচালক কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। তাদের দাবি, এই দ্বন্দ্বের জেরে নতুন নতুন কাজ পেতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
এই নিয়ে সরাসরি ক্ষোভ ঝাড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বছরের পর বছর টালিউডে তিনি কাজ পান না, অথচ তা নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।
শ্রীলেখার ভাষায়, ‘টালিউডে কাজ নেই, বাংলায় থাকারও ইচ্ছা নেই। মুম্বাইয়ে থাকা ব্যয়বহুল, সেখানেও স্থায়ী হতে পারছি না।’
সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ছবি ‘মায়ানগর’ দর্শকপ্রিয়তা পেলেও সঠিক প্রচারের অভাবে বেশি দূর এগোয়নি বলে অভিযোগ তার। শ্রীলেখার দাবি, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় স্বজনপোষণ নিয়ে মুখ খুলে বিনোদন জগতের প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে কথা বলায় তিনি কাজ হারিয়েছেন।
তিনি বলেন, ‘সরকারবিরোধী কথা বলায় বিজ্ঞাপনও হাতছাড়া হয়েছে, ছবি পরিচালনার ইচ্ছা থাকলেও প্রযোজক পাচ্ছি না। অথচ বলিউডে সুধীর মিশ্রর পরিচালনায় কাজ করেছি, ওখানে যথেষ্ট সম্মান পেয়েছি।’
তবে সব কষ্ট আর অভাব অভিযোগের মাঝেও আপস করতে নারাজ শ্রীলেখা। তার স্পষ্ট কথা, ‘যেমন আছি তেমনই থাকব, কখনো বদলাব না, অন্যায়ের সঙ্গে আপস করব না। এভাবেই একদিন না একদিন ফিরব আমি।’