শেখ হাসিনার পতনের পেছনে মার্কিন ডিপ স্টেটের হাত : গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি : ছবি-সংগৃহীত
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পেছনে মার্কিন ‘ডিপ স্টেট’ নীতির ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই দাবি করেন।
গোলাম মাওলা রনি বলেন, বঙ্গোপসাগর ও বাংলাদেশের মতো কৌশলগত অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি প্রয়োজন, যেখানে কাতার বা সংযুক্ত আরব আমিরাতের মতো বিশ্বস্ত ‘তাবেদার’ দরকার ছিল। কিন্তু গত ১৫ বছরে শেখ হাসিনাকে তারা সেই কাঙ্ক্ষিত সহযোগী হিসেবে পাননি।
রনি জানান, শেখ হাসিনাকে সরানোর জন্য ২০১৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’ নীতি দুই দিকেই কাজ করেছে—একদিকে হাসিনার পতন, অন্যদিকে তাদের অনুগত গোষ্ঠী গড়ে তোলা। তার দাবি, রোহিঙ্গা সংকট ও সেন্ট মার্টিন ইস্যুতে পর্দার আড়ালের অনেক তথ্য শেখ হাসিনা প্রকাশ করে দেওয়ায় পশ্চিমা মহল ক্ষুব্ধ হয় এবং ২০২৩ সালেই তাকে ‘খরচের খাতায়’ ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তিনি আরও বলেন, হাসিনাকে সরাতে নিযুক্ত এজেন্টদের মুখোশ এখন একে একে উন্মোচিত হচ্ছে। ‘জুলাই-আগস্ট বিপ্লবের এক বছর পর নতুন করে ২০২৫ সালের জুলাইয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে,’ বলেন রনি।
তিনি দাবি করেন, ‘ডিপ স্টেট’-এর দেনা-পাওনা নিয়ে যে গোপন কথাবার্তা হচ্ছে, তা জাতিকে স্তম্ভিত করছে এবং মানুষের মনে গভীর ক্ষত তৈরি করছে।