মা’মলা বাণিজ্যের শিকার শহীদ পরিবার প্রকৃত অপরাধী এখনও ধরাছোঁয়ার বাইরে

শহীদ পরিবারের নাম ব্যবহার করে মামলা বাণিজ্য চলছে, অথচ এখনো প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি—এমন অভিযোগ করেছেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী। শনিবার (৫ জুলাই) রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে জাস্টিস অ্যান্ড রিফর্ম ওয়াচ আয়োজিত ‘জুলাই এবং বিচার: প্রত্যাশা ও সংকট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
শ্রাবন্তী বলেন, ‘ফ্যাসিস্টদের শীর্ষ নেতারা হারিয়ে গেলেও তৃণমূল নেতারা এখনও ভিন্ন পরিচয়ে টিকে আছে। এ কারণে শহীদ পরিবারগুলো মামলার ব্যাপারে এখনও ভয় আর অনীহায় ভুগছে।’
বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বলেন, ‘ট্রাইব্যুনাল কোনো মিডিয়া ট্রায়াল বা শোনা কথার ভিত্তিতে রায় দেবে না। পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই বিচার হবে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ থাকবে।’
তিনি আরও বলেন, ‘বিচার প্রক্রিয়ার জন্য একদিকে যেমন সময় বেঁধে দেওয়া সম্ভব নয়, তেমনি অনন্ত সময়ও নেয়া উচিত হবে না।’
গোলটেবিল বৈঠকে বক্তারা দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিতের পাশাপাশি দৃশ্যমান শাস্তির দাবি জানান।