এএফসি এশিয়ান কাপে ইতিহাস গড়া নারী দলকে বাফুফের সংবর্ধনা

ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল—প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। শনিবার বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের মূল মঞ্চে পা রেখেছে ‘বাঘিনীরা’। অবশ্য তিন দিন আগেই তাদের এশিয়ান কাপ নিশ্চিত হয়েছিল।
এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী দলকে বিশেষ সংবর্ধনা দেবে। মিয়ানমার থেকে ব্যাংকক হয়ে দলটি আজ রোববার (৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে আয়োজন করা হবে সংবর্ধনা অনুষ্ঠান।
অল্প সময়ের মধ্যে সংবর্ধনার আয়োজনের কারণও আছে—আগামীকাল সোমবার (৭ জুলাই) সকালে ভুটানে লীগ খেলতে রওনা হবেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। আর এক সপ্তাহ পর দলের গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রের ভুটান যাওয়ার কথা রয়েছে। তাই মধ্যরাতেই ‘বাঘিনীদের’ এই সম্মাননা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাফুফে।