ঢাবি ক্যাম্পাসে ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ গ্রাফিতি শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসজুড়ে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে এক রহস্যময় গ্রাফিতি— ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে’ বাক্যটি লাল ও সাদা রঙে স্প্রে করে লিখে রাখা হচ্ছে বিভিন্ন ভবনের দেয়ালে। এই বার্তাটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা ও কৌতূহল।
শুক্রবার (৪ জুলাই) বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, মধুর ক্যান্টিন, চারুকলা, কলাভবন, হাজী মুহম্মদ মোহসিন হল, এ এফ রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও জসিমউদ্দিন হলের আশপাশের বিভিন্ন জায়গায় একই লেখাটি দেখা যাচ্ছে।
তবে কে বা কারা এই গ্রাফিতি লিখেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য মেলেনি।
এ নিয়ে ঢাবির শিক্ষার্থী মো. সাকিবুল ইসলাম সোহান সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই স্ফুলিঙ্গ কার? দাবানল কীসের? কেউ কি জানেন এর পেছনের গল্প? নতুন কোনো আন্দোলনের বার্তা, না কি নিছক কারো সৃজনশীল প্রতিবাদ?’
আরেক শিক্ষার্থী আজনিন জামাল চৌধুরী জানান, ‘আমাদের হলের দেয়ালে স্প্রে করতে দেখেছি। জিজ্ঞাসা করেছিলাম, তখন কেউ বলেছিল—জুলাই নিয়ে কোনো বই আসছে।’
কেউ কেউ মনে করছেন, এটি আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো ছাত্র সংগঠনের অঘোষিত বার্তা হতে পারে। আবার অনেকেই একে নতুন কোনো সাংস্কৃতিক বা সৃজনশীল প্রতিবাদের ইঙ্গিত হিসেবেও দেখছেন।
তবে কারা এই গ্রাফিতির নেপথ্যে রয়েছে, এটি কোনো সংগঠনের পরিকল্পনা কি না, নাকি একক কারো নিভৃত বার্তা—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি।