বৈদ্যুতিক বাইকের ব্যাটারি ভালো রাখতে করণীয়

বৈদ্যুতিক বাইক ও স্কুটারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে এর সঠিক পারফরম্যান্সের জন্য ব্যাটারির যত্ন অপরিহার্য। ব্যাটারি ভালো না থাকলে হঠাৎ স্টার্ট নেবে না, লাইট বা হর্নেও সমস্যা হতে পারে। তাই নিয়মিত যত্নে ব্যাটারি থাকবে ভালো, চার্জ থাকবে দীর্ঘস্থায়ী।
কীভাবে ব্যাটারির যত্ন নেবেন:
- মাসে অন্তত একবার ব্যাটারির টার্মিনাল পরিষ্কার করুন, মরিচা রোধে ভ্যাসলিন ব্যবহার করুন।
- কানেকশন ঠিক আছে কিনা দেখুন, ঢিলা থাকলে ঠিক করুন।
- বাইক বন্ধ অবস্থায় হেডলাইট বা হর্ন ব্যবহার এড়ান।
- সপ্তাহে অন্তত ২-৩ দিন ১০-১৫ মিনিট চালান, এতে চার্জ থাকবে।
- অপ্রয়োজনীয় লাইট বা সাউন্ড সিস্টেম ব্যবহার না করে ওভারলোড এড়ান।
- দীর্ঘদিন না চালালে ১৫-২০ দিনে একবার চার্জ দিন, উপযুক্ত চার্জার ব্যবহার করুন।
- মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ পরীক্ষা করুন, ১২.৫-১২.৮ ভোল্ট ঠিক থাকে কিনা দেখুন।
- ১৮-২৪ মাসের পর ব্যাটারি সার্ভিস করান, সমস্যায় মেকানিক দেখান।
চার্জ ধরে রাখার বিশেষ টিপস:
সোলার বা অটো কাট-অফ চার্জার ব্যবহার করুন।
ট্রিকেল চার্জার দিয়ে ধীরে চার্জ দিতে পারেন, এতে ব্যাটারি বেশি দিন ভালো থাকবে।
সঠিক যত্নেই ই-স্কুটার বা ই-বাইকের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে এবং আপনাকে নিশ্চিন্তে পথ চলতে দেবে।