১০০ কোটি ডলারে ইনস্টাগ্রাম কেনার কাহিনী: জাকারবার্গের দূরদর্শিতার সুবিচার

মার্ক জাকারবার্গ : ছবি-সংগৃহীত
২০১২ সালে ফেসবুককে শেয়ারবাজারে আনতে চলাকালীন সময়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন মেটার সিইও মার্ক জাকারবার্গ। স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বেড়ে যাওয়ায় ফেসবুকের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা দেখা দেয়। তখনই জাকারবার্গের নজরে আসে ইনস্টাগ্রাম অ্যাপ, যা তখন শুধুমাত্র আইফোনে উপলব্ধ ছিল এবং আয় করতে পারেনি। কর্মী সংখ্যা ছিল মাত্র ১৩।
জাকারবার্গ ইনস্টাগ্রামের সম্ভাবনা দেখেই সরাসরি প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রমের সঙ্গে যোগাযোগ করে ২০১২ সালের এপ্রিল মাসে ১০০ কোটি ডলারে ইনস্টাগ্রাম অধিগ্রহণ করেন। সেই সময় প্রযুক্তি বিশ্লেষক ও বিনিয়োগকারীরা এ সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেছিলেন। তবে অল্প দিনের মধ্যে ইনস্টাগ্রাম অ্যান্ড্রয়েড ভার্সন চালু করে প্রথম দিনে ১০ লাখ ডাউনলোড হয়, যা তখনকার জন্য বিশাল সাফল্য।
জাকারবার্গ ইনস্টাগ্রামের স্বতন্ত্রতা বজায় রাখারও সিদ্ধান্ত নেন, ফলে কেভিন সিসট্রম প্রতিষ্ঠানটির নেতৃত্বে থাকেন। এই নীতিমালা ইনস্টাগ্রামের জনপ্রিয়তা ও ব্যবহারকারীর অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে ইনস্টাগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারী ২০০ কোটিরও বেশি, যা এটিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যমে পরিণত করেছে।
২০২৪ সালে মেটার মোট বিজ্ঞাপন আয়ের প্রায় ৪১.৪৯ শতাংশ এসেছে ইনস্টাগ্রাম থেকে, যা ২০২৫ সালে প্রায় ৫০ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সময়ের সঙ্গে প্রমাণিত হয়েছে, ইনস্টাগ্রাম অধিগ্রহণ ছিল মার্ক জাকারবার্গের সবচেয়ে সফল ও দূরদর্শী বিনিয়োগ।