| ৫ জুলাই ২০২৫
শিরোনাম:

আর্থিক নিয়ম ভাঙায় বার্সেলোনা-চেলসিসহ চার ক্লাবকে উয়েফার রেকর্ড জরিমানা

আর্থিক নিয়ম ভাঙায় বার্সেলোনা-চেলসিসহ চার ক্লাবকে উয়েফার রেকর্ড জরিমানা

ইউরোপের শীর্ষ চারটি ফুটবল ক্লাবের বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে কড়া জরিমানা করেছে উয়েফা। শুক্রবার (৪ জুলাই) বার্সেলোনা, চেলসি, অ্যাস্টন ভিলা ও ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওকে জরিমানার ঘোষণা দেয় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা হয়েছে চেলসির—৩১ মিলিয়ন ইউরো (৩৬.৫ মিলিয়ন ডলার)। ইউরোপে কোনো ক্লাবকে এক মৌসুমে এর চেয়ে বড় আর্থিক জরিমানা আগে আর করা হয়নি। আর্থিক নিয়ম মেনে ব্যয় না করায় ও আয়ের বড় অংশ স্কোয়াড খরচে ব্যয় করায় এই জরিমানা গুনতে হচ্ছে তাদের।

অর্থ সংকটে থাকা বার্সেলোনার জরিমানার অঙ্ক ১৫ মিলিয়ন ইউরো (১৭.৭ মিলিয়ন ডলার)। এর আগে ২০২৩ সালে আয়ের তথ্য ভুল উপস্থাপন করায় বার্সাকে আরও ৫ লাখ ইউরো জরিমানা দিতে হয়েছিল।

অন্যদিকে ইউরোপের কনফারেন্স লিগে বাজেটের সীমা অতিক্রম করায় অ্যাস্টন ভিলাকে ১১ মিলিয়ন ইউরো ও অলিম্পিক লিঁওকে ১২.৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। লিঁও যদি ভবিষ্যতের আর্থিক লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, তবে তারা ইউরোপা লিগ থেকেও বাদ পড়তে পারে বলে জানিয়েছে উয়েফা।

উয়েফা বলেছে, ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্লাবগুলোকে টেকসই আর্থিক কাঠামো বজায় রাখতে হবে—তাই এই কড়া ব্যবস্থা।

মৌসুমি বৃষ্টিতে ভিজবে বাংলাদেশ আবহাওয়া অফিসের সতর্ক বার্তা

আর্থিক নিয়ম ভাঙায় বার্সেলোনা-চেলসিসহ চার ক্লাবকে উয়েফার রেকর্ড জরিমানা

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৫ জুলাই) সকালে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

এর ফলে শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাতও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় সামান্য হেরফের হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল রবিবার (৬ জুলাই) ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুরের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার ও মঙ্গলবারও দেশের বেশিরভাগ অঞ্চলে একই রকম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার কিছুটা এলাকা কমলেও বৃষ্টি থামার সম্ভাবনা খুব বেশি নেই।

এদিকে, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাবি ক্যাম্পাসে ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ গ্রাফিতি শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল

আর্থিক নিয়ম ভাঙায় বার্সেলোনা-চেলসিসহ চার ক্লাবকে উয়েফার রেকর্ড জরিমানা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসজুড়ে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে এক রহস্যময় গ্রাফিতি— ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে’ বাক্যটি লাল ও সাদা রঙে স্প্রে করে লিখে রাখা হচ্ছে বিভিন্ন ভবনের দেয়ালে। এই বার্তাটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা ও কৌতূহল।

শুক্রবার (৪ জুলাই) বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, মধুর ক্যান্টিন, চারুকলা, কলাভবন, হাজী মুহম্মদ মোহসিন হল, এ এফ রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও জসিমউদ্দিন হলের আশপাশের বিভিন্ন জায়গায় একই লেখাটি দেখা যাচ্ছে।

তবে কে বা কারা এই গ্রাফিতি লিখেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য মেলেনি।

এ নিয়ে ঢাবির শিক্ষার্থী মো. সাকিবুল ইসলাম সোহান সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই স্ফুলিঙ্গ কার? দাবানল কীসের? কেউ কি জানেন এর পেছনের গল্প? নতুন কোনো আন্দোলনের বার্তা, না কি নিছক কারো সৃজনশীল প্রতিবাদ?’

আরেক শিক্ষার্থী আজনিন জামাল চৌধুরী জানান, ‘আমাদের হলের দেয়ালে স্প্রে করতে দেখেছি। জিজ্ঞাসা করেছিলাম, তখন কেউ বলেছিল—জুলাই নিয়ে কোনো বই আসছে।’

কেউ কেউ মনে করছেন, এটি আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো ছাত্র সংগঠনের অঘোষিত বার্তা হতে পারে। আবার অনেকেই একে নতুন কোনো সাংস্কৃতিক বা সৃজনশীল প্রতিবাদের ইঙ্গিত হিসেবেও দেখছেন।

তবে কারা এই গ্রাফিতির নেপথ্যে রয়েছে, এটি কোনো সংগঠনের পরিকল্পনা কি না, নাকি একক কারো নিভৃত বার্তা—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি।

বৈদ্যুতিক বাইকের ব্যাটারি ভালো রাখতে করণীয়

আর্থিক নিয়ম ভাঙায় বার্সেলোনা-চেলসিসহ চার ক্লাবকে উয়েফার রেকর্ড জরিমানা

বৈদ্যুতিক বাইক ও স্কুটারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে এর সঠিক পারফরম্যান্সের জন্য ব্যাটারির যত্ন অপরিহার্য। ব্যাটারি ভালো না থাকলে হঠাৎ স্টার্ট নেবে না, লাইট বা হর্নেও সমস্যা হতে পারে। তাই নিয়মিত যত্নে ব্যাটারি থাকবে ভালো, চার্জ থাকবে দীর্ঘস্থায়ী।

কীভাবে ব্যাটারির যত্ন নেবেন:

  • মাসে অন্তত একবার ব্যাটারির টার্মিনাল পরিষ্কার করুন, মরিচা রোধে ভ্যাসলিন ব্যবহার করুন।
  • কানেকশন ঠিক আছে কিনা দেখুন, ঢিলা থাকলে ঠিক করুন।
  • বাইক বন্ধ অবস্থায় হেডলাইট বা হর্ন ব্যবহার এড়ান।
  • সপ্তাহে অন্তত ২-৩ দিন ১০-১৫ মিনিট চালান, এতে চার্জ থাকবে।
  • অপ্রয়োজনীয় লাইট বা সাউন্ড সিস্টেম ব্যবহার না করে ওভারলোড এড়ান।
  • দীর্ঘদিন না চালালে ১৫-২০ দিনে একবার চার্জ দিন, উপযুক্ত চার্জার ব্যবহার করুন।
  • মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ পরীক্ষা করুন, ১২.৫-১২.৮ ভোল্ট ঠিক থাকে কিনা দেখুন।
  • ১৮-২৪ মাসের পর ব্যাটারি সার্ভিস করান, সমস্যায় মেকানিক দেখান।

চার্জ ধরে রাখার বিশেষ টিপস:

সোলার বা অটো কাট-অফ চার্জার ব্যবহার করুন।

ট্রিকেল চার্জার দিয়ে ধীরে চার্জ দিতে পারেন, এতে ব্যাটারি বেশি দিন ভালো থাকবে।

সঠিক যত্নেই ই-স্কুটার বা ই-বাইকের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে এবং আপনাকে নিশ্চিন্তে পথ চলতে দেবে।

×