| ৫ জুলাই ২০২৫
শিরোনাম:

ঠিকানার নতুন টক শোতে মা হওয়ার ইচ্ছা জানালেন তানজিন তিশা

ঠিকানার নতুন টক শোতে মা হওয়ার ইচ্ছা জানালেন তানজিন তিশা

তানজিন তিশা : ছবি-সংগৃহীত

নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ঠিকানা এবার নতুন টক শো নিয়ে হাজির— ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এই শো’টির নিয়মিত সঞ্চালক হিসেবে আছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রতি শুক্রবার রাতে ভিন্নধর্মী এই আয়োজন দেখা যাবে পর্দায়।

গতকাল (৪ জুলাই) প্রচারিত হয়েছে এই শো’র প্রথম পর্ব, যেখানে অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কথোপকথনে তিশা জানিয়েছেন, পাঁচ বছর পর নিজেকে তিনি ‘মা’ হিসেবে দেখতে চান। তিশা বলেন, ‘দেখুন, প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফও গুরুত্বপূর্ণ। লুকিয়ে রাখার কিছু নেই।’

প্রতি সপ্তাহে অনুষ্ঠানটিতে থাকবে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাসী জীবনের গল্প, সামাজিক বাস্তবতা ও নতুন প্রজন্মের ভাবনার প্রতিফলন— যা স্বদেশ ও প্রবাসের দর্শকদের কাছে পৌঁছাবে।

আগে বিচার তারপর নির্বাচন নাহিদ ইসলাম

ঠিকানার নতুন টক শোতে মা হওয়ার ইচ্ছা জানালেন তানজিন তিশা

নাহিদ ইসলাম : ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই বাংলার মাটিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ যারা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে, তাদের বিচার একদিন অবশ্যই হবে। তিনি বলেন, ‘আগে বিচার, সংস্কার, তারপর নির্বাচন।’

শনিবার (৫ জুলাই) সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘এই শহীদ পরিবারগুলোকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দিতে হবে। শুধু বর্তমান সরকার নয়, যে কোনো সরকারকেই এটা নিশ্চিত করতে হবে। এজন্যই আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি। এই ঘোষণাপত্রে শহীদ ও তাদের পরিবারের নিরাপত্তার কথা সংবিধানে যুক্ত করতে হবে। এর সঙ্গে দেশের প্রয়োজনীয় সংস্কার বিষয়গুলোও থাকবে।’

তিনি জানান, এসব দাবি নিয়ে সারা দেশে পদযাত্রা করছে এনসিপি। শহীদ পরিবারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা হয়তো আপনাদের প্রতি দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিনি। এজন্য ক্ষমা চাইছি। তবে প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের সম্পর্ক আজীবনের।’ এ সময় এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম উপস্থিত ছিলেন।

দেশীয় ফ্রিজ ও এসি শিল্পে শুল্ক ছাড়: বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে শঙ্কা

ঠিকানার নতুন টক শোতে মা হওয়ার ইচ্ছা জানালেন তানজিন তিশা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শিল্পবান্ধব নীতি ও কর সুবিধা কাজে লাগিয়ে দেশের ইলেকট্রনিক্স শিল্প, বিশেষ করে ফ্রিজ, ফ্রিজার ও এয়ার কন্ডিশনার উৎপাদন খাত, উৎপাদনমুখী পর্যায়ে এগিয়ে গেছে। দেশীয় উদ্যোক্তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে অত্যাধুনিক মেশিনারিজ ও কারখানা স্থাপন করে খুচরা যন্ত্রাংশ ও আনুষঙ্গিক উপকরণ দেশেই তৈরি করছেন।

তবে সম্প্রতি এনবিআর একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে দেশে উৎপাদিত কিছু উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার করেছে। এতে উদ্যোক্তাদের দাবি, দেশীয় শিল্পের টেকসই বিকাশের পথে বড় ধরণের প্রতিবন্ধকতা তৈরি হবে। এতে বিদ্যমান বিনিয়োগ ও কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে এবং উৎপাদনের আড়ালে আমদানিনির্ভর সংযোজন শিল্পের প্রবৃদ্ধি বাড়বে।

শিল্প সংশ্লিষ্টদের অভিযোগ, যেসব যন্ত্রাংশ ইতোমধ্যে দেশেই তৈরি হচ্ছে, সেগুলো আমদানির সুযোগ থাকলে উদ্যোক্তাদের কাছে উৎপাদনের চেয়ে আমদানি লাভজনক হয়ে উঠবে। এতে দেশীয় শিল্পের বিকাশ, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে। একইসঙ্গে বৈদেশিক মুদ্রার ওপরও চাপ পড়বে।

তারা দাবি তুলেছেন, দেশে উৎপাদিত যেসব খুচরা যন্ত্রাংশ ও উপকরণ এরই মধ্যে উৎপাদন হচ্ছে, সেগুলোর আমদানিতে শুল্ক ছাড় বাতিল করে পূর্বের মতো সম্পূরক শুল্ক বহাল রাখা হোক। এতে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষা পাবে এবং উৎপাদনমুখী শিল্পের টেকসই অগ্রগতি নিশ্চিত হবে বলে মত দিয়েছেন শিল্পখাত সংশ্লিষ্টরা।

আর্থিক নিয়ম ভাঙায় বার্সেলোনা-চেলসিসহ চার ক্লাবকে উয়েফার রেকর্ড জরিমানা

ঠিকানার নতুন টক শোতে মা হওয়ার ইচ্ছা জানালেন তানজিন তিশা

ইউরোপের শীর্ষ চারটি ফুটবল ক্লাবের বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে কড়া জরিমানা করেছে উয়েফা। শুক্রবার (৪ জুলাই) বার্সেলোনা, চেলসি, অ্যাস্টন ভিলা ও ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওকে জরিমানার ঘোষণা দেয় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা হয়েছে চেলসির—৩১ মিলিয়ন ইউরো (৩৬.৫ মিলিয়ন ডলার)। ইউরোপে কোনো ক্লাবকে এক মৌসুমে এর চেয়ে বড় আর্থিক জরিমানা আগে আর করা হয়নি। আর্থিক নিয়ম মেনে ব্যয় না করায় ও আয়ের বড় অংশ স্কোয়াড খরচে ব্যয় করায় এই জরিমানা গুনতে হচ্ছে তাদের।

অর্থ সংকটে থাকা বার্সেলোনার জরিমানার অঙ্ক ১৫ মিলিয়ন ইউরো (১৭.৭ মিলিয়ন ডলার)। এর আগে ২০২৩ সালে আয়ের তথ্য ভুল উপস্থাপন করায় বার্সাকে আরও ৫ লাখ ইউরো জরিমানা দিতে হয়েছিল।

অন্যদিকে ইউরোপের কনফারেন্স লিগে বাজেটের সীমা অতিক্রম করায় অ্যাস্টন ভিলাকে ১১ মিলিয়ন ইউরো ও অলিম্পিক লিঁওকে ১২.৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। লিঁও যদি ভবিষ্যতের আর্থিক লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, তবে তারা ইউরোপা লিগ থেকেও বাদ পড়তে পারে বলে জানিয়েছে উয়েফা।

উয়েফা বলেছে, ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্লাবগুলোকে টেকসই আর্থিক কাঠামো বজায় রাখতে হবে—তাই এই কড়া ব্যবস্থা।

×