দারিদ্র্য ও কার্বন নিঃসরণ কমাতে মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান

সৈয়দা রিজওয়ানা হাসান : ছবি-সংগৃহীত
বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ এবং কার্বন নিঃসরণ কমাতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে তিনি এ আহ্বান জানান।
রিজওয়ানা হাসান বলেন, দুর্গত মুসলিমদের যথেষ্ট সহায়তা করা যাচ্ছে না। তবে থ্রি-জিরো তত্ত্ব অনুসরণ করলে মুসলিম বিশ্বে উন্নয়ন, কর্মসংস্থান ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।
ঢাকায় অনুষ্ঠিত এই সামিটে প্রায় ১৫টি মুসলিম দেশের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীরা বলেন, এটি শুধু একটি সম্মেলন নয়, এটি একটি পরিবর্তনের আন্দোলন।
সামিটে প্রতিনিধিরা মুসলিম দেশগুলোকে একে অপরের পাশে দাঁড়ানোর এবং ক্রান্তিকাল মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, সামাজিক ব্যবসার মাধ্যমে মুসলিম বিশ্ব আরও ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।