রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সবপক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ

রাখাইনে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা রক্ষায় দ্রুত অনুকূল পরিবেশ তৈরি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেছেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে রেজ্যুলুশন গৃহীত হওয়ার আগে এ কথা বলেন তিনি। ওআইসির উদ্যোগে রেজ্যুলুশনটি সর্বসম্মতভাবে পাস হয়।
বাংলাদেশ রাখাইনে চলমান সংঘাত, মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সহিংসতায় রোহিঙ্গাদের অব্যাহত দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শুধু গত নভেম্বর থেকে নতুন করে আরও প্রায় এক লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানানো হয়।
বাংলাদেশ আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে উচ্চপর্যায়ের সম্মেলনে কার্যকর ও সময়াবদ্ধ সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছে।
রেজ্যুলুশনে রোহিঙ্গাদের জন্য ক্রমহ্রাসমান মানবিক সহায়তার বিষয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাখাইনে যথেষ্ট মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়।