ছেলের জন্মসনদে ধর্মের ঘর ফাঁকা রাখলেন অভিনেতা বিক্রান্ত

বিক্রান্ত মাসে : ছবি-সংগৃহীত
গত বছর পুত্র সন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে। চলতি বছর এক বছর পূর্ণ হয়েছে তার ছেলে বেদান্তের। তবে ছেলের জন্মসনদ করতে গিয়ে এক অনন্য উদাহরণ তৈরি করেছেন এই অভিনেতা।
জন্মসনদের ফর্মে ‘ধর্ম’ লিখতে গিয়ে দ্বিধায় পড়ে যান বিক্রান্ত। যদিও তিনি নিজে হিন্দু ধর্ম পালন করেন, তার বাবা খ্রিস্টান, মা শিখ আর ভাই মুসলিম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন মইন। ফলে একটি পরিবারে চারটি ধর্মের এই সহাবস্থান অভিনেতাকে ভাবিয়ে তোলে।
শেষ পর্যন্ত ছেলের জন্ম নিবন্ধনের ফর্মে ‘ধর্ম’ অংশটি ফাঁকা রেখেছেন বিক্রান্ত। তার বিশ্বাস, বড় হয়ে বেদান্ত নিজেই ঠিক করবে সে কী বিশ্বাস করবে।
এ নিয়ে বিক্রান্ত বলেন, ‘আমার মনে হয়, ধর্ম একেবারেই ব্যক্তিগত পছন্দ। কে কোন ধর্মে বিশ্বাসী হবেন, সেটা তার নিজের ব্যাপার। আমি বাড়িতে পূজা করি, গুরুদ্বারে যাই, দরগাতেও যাই—সব জায়গায়ই শান্তি খুঁজে পাই।’
তিনি আরও বলেন, ‘আমি চাই না আমার ছেলে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করুক। তাই তাকে সেই শিক্ষাই দেব।’
অভিনয় জীবনে বিক্রান্ত ‘টুয়েলভ ফেল’ ও ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মতো ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছেন। অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিলেও ভক্তদের অনুরোধে আবারও কাজে ফিরেছেন তিনি।