‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল জুলাই পুনর্জাগরণ আয়োজন চলবে আগের মতো

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত এক মিনিটের ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই প্রতীকী কর্মসূচি আর থাকছে না।
বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী লিখেছেন, ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে শুরু থেকেই আমাদের মধ্যে দ্বিধা ছিল। “এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট” আসলে ভালো ধারণা কি না, তা নিয়ে আমাদের অনেকেরই আপত্তি ছিল। তবে আলোচনার মধ্যে আবার এটা ঢুকে গিয়েছিল।’
তিনি বলেন, ‘বড় আকারের কর্মসূচিতে এমন ভুল থেকে যেতেই পারে। তবে আপনাদের মতামতের জন্য আমরা কৃতজ্ঞ। দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা এই কর্মসূচি বাতিল করেছি। সংশোধিত স্লাইডও শেয়ার করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ বাদ গেলেও ‘পুনর্জাগরণ’ এর অন্যসব আয়োজন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই হবে।