ঐকমত্য কমিশনের বৈঠক চলছে ২০ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকের শুরুতে ব্রিফিংয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, এখনো প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেগুলো নিয়ে আলোচনা চলছে।
ড. আলী রীয়াজ বলেন, ‘অনেক বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও পরে আবার সেটি তোলা হচ্ছে না, কারণ আমরা দলীয়ভাবে আলোচনার সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য সাফল্য নিয়ে বৈঠক শেষ করা।’
তিনি আরও বলেন, ‘যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে পৌঁছেছি, সেটি যেন প্রেরণা হিসেবে কাজ করে। এমন সুযোগ হেলায় হারানো যাবে না। আমরা একমত হতে পারলে তা দেশের জন্য ইতিবাচক হবে।’