| ৩ জুলাই ২০২৫
শিরোনাম:

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সরকারি গাড়িতে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) প্রদেশের উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল সহকারী কমিশনারের সরকারি গাড়ি। বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান নওগাইয়ের সহকারী কমিশনার (এসি) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদসহ চার সরকারি কর্মকর্তা।

এ ঘটনায় আরও অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলার কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোতার মৃ’ত্যু

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

দিয়েগো জোতা : ছবি-সংগৃহীত

লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা (২৮) স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে স্পেনে মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ও তার ভাই। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ও স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

জোতার জন্ম পর্তুগালের পোর্তোয়। পেশাদার ফুটবল জীবন শুরু করেন পাসোস দে ফেরেইরাতে। এরপর খেলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও উলভারহ্যাম্পটনের হয়ে। লিভারপুলে যোগ দিয়ে জিতেছেন এফএ কাপ, লিগ কাপ এবং সদ্য সমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা।

পর্তুগাল জাতীয় দলের হয়েও বড় অবদান রয়েছে জোতার। ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগ শিরোপা জয় করেছেন তিনি। হঠাৎ এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লিভারপুল শিবির ও ফুটবল বিশ্বে।

দেব-রুক্মিণীকে ঘিরে গুঞ্জন উড়িয়ে দিলেন দেব বলিউডের দিকেই নজর!

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

টলিউডের জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্রকে নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি নিন্দুকরা দাবি তুলেছিলেন, দীর্ঘ ১২ বছরের সম্পর্ক নাকি ভাঙনের পথে! তবে এই গুঞ্জনে জল ঢেলে সুপারস্টার দেব স্পষ্ট জানালেন, সম্পর্ক নিয়ে তাঁকে কোনও কৈফিয়ত দিতে হবে না।

দেব বলেন, ‘গত ১২ বছর ধরে সম্পর্কে আছি, কখনও তা নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি। এখন কেন উত্তর দিতে হবে? কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না!’

তবে এখানেই থেমে থাকেননি দেব। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবার রুক্মিণীর সঙ্গে মুম্বাইতেই নিজের ঠিকানা খুঁজছেন তিনি। মুম্বাইয়ে বাড়ি কেনার পরিকল্পনার কথাও জানিয়েছেন এই অভিনেতা।

দেবের ভাষায়, ‘মুম্বাই থেকে প্রচুর কাজের অফার আসছে। মাসে অন্তত ১০ দিন ওখানে থাকতে হয়। সিনেমার ডাবিং, কালার কারেকশন, মিউজিক রাইটস—সবই এখন মুম্বাই কেন্দ্রীক। হোটেলে থাকতে খরচ বেশি, তাই নিজের ফ্ল্যাট কিনতে চাই।’

এদিকে প্রেমিকা রুক্মিণীও নাকি অনেক দিন ধরেই মুম্বাইয়ে শিফট করতে চাইছেন। দেব বলেন, ‘রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী, ওর মুম্বাইতে কাজ করা উচিত। একা সাহস পাচ্ছিল না, তাই এবার আমি-ও পাশে থাকছি।’

প্রসঙ্গত, টলিউডের টোটা রায়চৌধুরি, যিশু সেনগুপ্ত বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো দেবও এবার বলিউডের দিকেই পা বাড়াচ্ছেন বলে ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে দেব-রুক্মিণী জুটিকে ঘিরে ভক্তদের প্রত্যাশা এবার নতুন উচ্চতায় পৌঁছেছে।

টেলিকম নীতি দ্রুত চূড়ান্তে আপত্তি বিএনপির

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

টেলিকম নীতি দ্রুত চূড়ান্তে আপত্তি বিএনপির

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রণীত ‘ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫’ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির দাবি, গুরুত্বপূর্ণ এই নীতি নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত দেশি ছোট উদ্যোক্তা ও টেলিকম খাতে সমতাভিত্তিক উন্নয়নে বাধা দিতে পারে।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলের অবস্থান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘লাইসেন্সিং পদ্ধতি সহজ করা, প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা এবং গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানোর উদ্যোগ অবশ্যই ইতিবাচক। কিন্তু খসড়া নীতিমালায় এমন কিছু সমস্যা রয়েছে যা ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে।’

মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে এমন গুরুত্বপূর্ণ নীতিমালা যেন একতরফাভাবে চূড়ান্ত না করা হয়। এই নীতি বাস্তবায়নের আগে আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে হবে এবং SME, বিশেষজ্ঞ ও ভোক্তা সংগঠনসহ সব অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘একাধিক সেবা খাতে মালিকানা নিষেধাজ্ঞা তুলে দিলে বড় মোবাইল অপারেটররা একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এতে বাজারে প্রতিযোগিতা কমে যাবে এবং ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

×