| ৩ জুলাই ২০২৫
শিরোনাম:

পার্সোনাল লাইফ পার্সোনালই থাকুক’ মেহজাবীন চৌধুরী

পার্সোনাল লাইফ পার্সোনালই থাকুক’ মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী : ছবি-সংগৃহীত

নিজের ব্যক্তিগত জীবন, বিশেষ করে বৈবাহিক জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে অনিচ্ছুক মেহজাবীন চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, পার্সোনাল লাইফটা পার্সোনাল থাকা উচিত। এজন্যই এটাকে পার্সোনাল বলা হয়। যদি মনে করি কিছু বলার মতো আছে, তাহলে বলি। কখনোই ভালো কোনো কিছু হলে সেটা ফ্যানদের সঙ্গে শেয়ার না করে থাকি না।’

তিনি বলেন, এখন পর্যন্ত সিনেমা হোক, ভালো কোনো কাজ হোক বা বিয়ের খবর—সবই তিনি সময় মতোই ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন।

ব্যক্তিগত প্রসঙ্গের পাশাপাশি নিজের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে অভিজ্ঞতার কথাও শোনালেন মেহজাবীন। তিনি জানান, ২০২৩ সালে ভারতের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে পরিচালক শঙ্খ দাশগুপ্তের সঙ্গে তার দেখা হয়। সেখানেই প্রথম গল্প শুনে খুবই ভালো লেগেছিল তার।

মেহজাবীন বলেন, ‘শঙ্খ দাশগুপ্ত ভাইয়া গল্পটা শোনালেন। প্রথম ২-৩ মিনিটেই দারুণ লেগেছিল। পরে উনি পুরো গল্প বললেন, আমিও রাজি হয়ে গেলাম।’

গল্পের ডেভেলপমেন্ট থেকে শুরু করে শুটিং পর্যন্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন তিনি। অভিষেক হিসেবে ‘প্রিয় মালতী’ বেছে নেওয়ার কারণ জানিয়ে মেহজাবীন বলেন, ‘এই চলচ্চিত্রের গল্প, চরিত্র আর বার্তা—সবকিছুই আমার কাছে শক্তিশালী মনে হয়েছে। স্ট্রং ক্যারেক্টার, ভালো ডিরেক্টর, ভালো প্রোডিউসার—সব মিলিয়ে এটা ছিল ফুল প্যাকেজ। তাই আমার ক্যারিয়ারের জন্য পারফেক্ট ফিট মনে হয়েছে।’

মেহজাবীন আরও জানান, ‘প্রিয় মালতী’ ইতোমধ্যেই কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। তিনি বলেন, ‘আমি এর আগে কোনো ফিল্ম নিয়ে আন্তর্জাতিকভাবে ট্রাভেল করিনি। সবই আমার জন্য নতুন অভিজ্ঞতা, এবং আমি খুবই উপভোগ করছি।’

দেব-রুক্মিণীকে ঘিরে গুঞ্জন উড়িয়ে দিলেন দেব বলিউডের দিকেই নজর!

পার্সোনাল লাইফ পার্সোনালই থাকুক’ মেহজাবীন চৌধুরী

টলিউডের জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্রকে নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি নিন্দুকরা দাবি তুলেছিলেন, দীর্ঘ ১২ বছরের সম্পর্ক নাকি ভাঙনের পথে! তবে এই গুঞ্জনে জল ঢেলে সুপারস্টার দেব স্পষ্ট জানালেন, সম্পর্ক নিয়ে তাঁকে কোনও কৈফিয়ত দিতে হবে না।

দেব বলেন, ‘গত ১২ বছর ধরে সম্পর্কে আছি, কখনও তা নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি। এখন কেন উত্তর দিতে হবে? কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না!’

তবে এখানেই থেমে থাকেননি দেব। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবার রুক্মিণীর সঙ্গে মুম্বাইতেই নিজের ঠিকানা খুঁজছেন তিনি। মুম্বাইয়ে বাড়ি কেনার পরিকল্পনার কথাও জানিয়েছেন এই অভিনেতা।

দেবের ভাষায়, ‘মুম্বাই থেকে প্রচুর কাজের অফার আসছে। মাসে অন্তত ১০ দিন ওখানে থাকতে হয়। সিনেমার ডাবিং, কালার কারেকশন, মিউজিক রাইটস—সবই এখন মুম্বাই কেন্দ্রীক। হোটেলে থাকতে খরচ বেশি, তাই নিজের ফ্ল্যাট কিনতে চাই।’

এদিকে প্রেমিকা রুক্মিণীও নাকি অনেক দিন ধরেই মুম্বাইয়ে শিফট করতে চাইছেন। দেব বলেন, ‘রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী, ওর মুম্বাইতে কাজ করা উচিত। একা সাহস পাচ্ছিল না, তাই এবার আমি-ও পাশে থাকছি।’

প্রসঙ্গত, টলিউডের টোটা রায়চৌধুরি, যিশু সেনগুপ্ত বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো দেবও এবার বলিউডের দিকেই পা বাড়াচ্ছেন বলে ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে দেব-রুক্মিণী জুটিকে ঘিরে ভক্তদের প্রত্যাশা এবার নতুন উচ্চতায় পৌঁছেছে।

টেলিকম নীতি দ্রুত চূড়ান্তে আপত্তি বিএনপির

পার্সোনাল লাইফ পার্সোনালই থাকুক’ মেহজাবীন চৌধুরী

টেলিকম নীতি দ্রুত চূড়ান্তে আপত্তি বিএনপির

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রণীত ‘ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫’ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির দাবি, গুরুত্বপূর্ণ এই নীতি নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত দেশি ছোট উদ্যোক্তা ও টেলিকম খাতে সমতাভিত্তিক উন্নয়নে বাধা দিতে পারে।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলের অবস্থান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘লাইসেন্সিং পদ্ধতি সহজ করা, প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা এবং গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানোর উদ্যোগ অবশ্যই ইতিবাচক। কিন্তু খসড়া নীতিমালায় এমন কিছু সমস্যা রয়েছে যা ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে।’

মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে এমন গুরুত্বপূর্ণ নীতিমালা যেন একতরফাভাবে চূড়ান্ত না করা হয়। এই নীতি বাস্তবায়নের আগে আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে হবে এবং SME, বিশেষজ্ঞ ও ভোক্তা সংগঠনসহ সব অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘একাধিক সেবা খাতে মালিকানা নিষেধাজ্ঞা তুলে দিলে বড় মোবাইল অপারেটররা একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এতে বাজারে প্রতিযোগিতা কমে যাবে এবং ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীত্ব হারিয়ে এবার সংস্কৃতি মন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

পার্সোনাল লাইফ পার্সোনালই থাকুক’ মেহজাবীন চৌধুরী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর নতুন দায়িত্ব নিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। দেশটির নতুন মন্ত্রিসভায় সংস্কৃতি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে ব্যাংককের গভর্নমেন্ট হাউসে নতুন মন্ত্রিসভার ১৪ জন সদস্যের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শপথ নেন পেতংতার্ন।

থাই সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে শপথ অনুষ্ঠানে পৌঁছান পেতংতার্ন। সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে শুভেচ্ছা জানালেও মাত্র দুই দিন আগেই ক্রিমিনাল কোর্টের আদেশে তাকে প্রধানমন্ত্রীত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শপথগ্রহণ শেষে নতুন মন্ত্রিসভার সদস্যরা আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করে সরকারি পরিচয়পত্র ও নথিপত্রের জন্য আনুষ্ঠানিক ছবি তোলেন। এরপর এক বিশেষ মন্ত্রিসভার বৈঠকে তারা নতুন দায়িত্ব বুঝে নেন।

এবারের মন্ত্রিসভায় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুরিয়া জুংরুংরুয়াংকিত। সরকারের একাংশ ভুমজাথাই পার্টি জোট থেকে বেরিয়ে যাওয়ায় নতুন মন্ত্রিসভা গঠন এবং ছোট দলগুলোর সমর্থন নিশ্চিত করতে মরিয়া ক্ষমতাসীন জোট।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে পেতংতার্নের বিতর্কিত ফোনালাপ এবং সীমান্ত ইস্যুতে কথা বলার ঘটনা নতুন করে অস্থিরতা তৈরি করেছে। তার বাবার মতো (সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা) তিনিও রাজনৈতিক চাপে পড়েছেন।

পেতংতার্নের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে ১ জুলাই থেকে ১৫ দিনের সময় বেধে দিয়েছে আদালত। রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারের বাজেটসহ গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন নিয়েও প্রশ্ন উঠছে।

×