পার্সোনাল লাইফ পার্সোনালই থাকুক’ মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী : ছবি-সংগৃহীত
নিজের ব্যক্তিগত জীবন, বিশেষ করে বৈবাহিক জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে অনিচ্ছুক মেহজাবীন চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, পার্সোনাল লাইফটা পার্সোনাল থাকা উচিত। এজন্যই এটাকে পার্সোনাল বলা হয়। যদি মনে করি কিছু বলার মতো আছে, তাহলে বলি। কখনোই ভালো কোনো কিছু হলে সেটা ফ্যানদের সঙ্গে শেয়ার না করে থাকি না।’
তিনি বলেন, এখন পর্যন্ত সিনেমা হোক, ভালো কোনো কাজ হোক বা বিয়ের খবর—সবই তিনি সময় মতোই ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন।
ব্যক্তিগত প্রসঙ্গের পাশাপাশি নিজের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে অভিজ্ঞতার কথাও শোনালেন মেহজাবীন। তিনি জানান, ২০২৩ সালে ভারতের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে পরিচালক শঙ্খ দাশগুপ্তের সঙ্গে তার দেখা হয়। সেখানেই প্রথম গল্প শুনে খুবই ভালো লেগেছিল তার।
মেহজাবীন বলেন, ‘শঙ্খ দাশগুপ্ত ভাইয়া গল্পটা শোনালেন। প্রথম ২-৩ মিনিটেই দারুণ লেগেছিল। পরে উনি পুরো গল্প বললেন, আমিও রাজি হয়ে গেলাম।’
গল্পের ডেভেলপমেন্ট থেকে শুরু করে শুটিং পর্যন্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন তিনি। অভিষেক হিসেবে ‘প্রিয় মালতী’ বেছে নেওয়ার কারণ জানিয়ে মেহজাবীন বলেন, ‘এই চলচ্চিত্রের গল্প, চরিত্র আর বার্তা—সবকিছুই আমার কাছে শক্তিশালী মনে হয়েছে। স্ট্রং ক্যারেক্টার, ভালো ডিরেক্টর, ভালো প্রোডিউসার—সব মিলিয়ে এটা ছিল ফুল প্যাকেজ। তাই আমার ক্যারিয়ারের জন্য পারফেক্ট ফিট মনে হয়েছে।’
মেহজাবীন আরও জানান, ‘প্রিয় মালতী’ ইতোমধ্যেই কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। তিনি বলেন, ‘আমি এর আগে কোনো ফিল্ম নিয়ে আন্তর্জাতিকভাবে ট্রাভেল করিনি। সবই আমার জন্য নতুন অভিজ্ঞতা, এবং আমি খুবই উপভোগ করছি।’