দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে পিয়া জান্নাতুলের ‘রঙবাজার’

পিয়া জান্নাতুল : ছবি-সংগৃহীত
আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে রাশিদ পলাশ পরিচালিত নতুন ছবি ‘রঙবাজার’, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ছবিটির শুটিং শেষ হয়েছে বেশ আগেই। এবার প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজি আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দিয়েছে।
পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন, ‘রঙবাজার’-এর গল্প সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করেছেন তানজিব অতুল, আর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। আশা করি, পূজার উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করবে আমাদের এই সিনেমা।’
প্রায় দুই বছর আগে নির্মিত এই সিনেমার মূল গল্প গড়ে উঠেছে একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনার প্রেক্ষাপটে। ৪০০ বছরের পুরনো যৌনপল্লি এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার বাস্তব ঘটনা উঠে এসেছে সিনেমার সংলাপ ও চিত্রনাট্যে।
পিয়া জান্নাতুল ছাড়াও ‘রঙবাজার’ ছবিতে আরও অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, মৌসুমি হামিদসহ অনেকে।
দর্শকরা এখন অপেক্ষায় আছেন পূজায় প্রেক্ষাগৃহে ভিন্ন স্বাদের এই সিনেমা দেখার জন্য।