| ৩ জুলাই ২০২৫
শিরোনাম:

শ্রীলঙ্কার কাছে লজ্জার হার ঘুরে দাঁড়াতে আশাবাদী তাসকিন

শ্রীলঙ্কার কাছে লজ্জার হার ঘুরে দাঁড়াতে আশাবাদী তাসকিন

তাসকিন আহমেদ : ছবি-সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে ২৪৫ রানের লক্ষ্য এখনকার ক্রিকেটে খুব একটা কঠিন নয়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সেই সহজ লক্ষ্যই জয়ে রূপ দিতে ব্যর্থ হলো বাংলাদেশ। ১৬ ওভারে স্কোরবোর্ডে যখন ১০০ রান আর হাতে ৯ উইকেট—সবকিছুই ছিল নিয়ন্ত্রণে। কিন্তু এরপরই ঘটে অপ্রত্যাশিত বিপর্যয়। মাত্র ২৫ রানের ব্যবধানে হারিয়ে ফেলে বাকি ৯ উইকেট।

ফলাফল—শ্রীলঙ্কার দেওয়া ২৪৫ রানের জবাবে মাত্র ১৬৭ রানেই গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। প্রথম ওয়ানডেতে ৭৭ রানের বড় হারে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে গেল বাংলাদেশ।

ম্যাচ শেষে হতাশা আর বিস্ময়ের কথা লুকাননি ডানহাতি পেসার তাসকিন আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি। আমরা খুব ফুরফুরে মেজাজে ছিলাম, কফি খাচ্ছিলাম, চিল করছিলাম। কিন্তু হঠাৎ দেখি পাঁচ উইকেট পড়ে গেছে।’

তবে এই হার সত্ত্বেও আশা ছাড়তে রাজি নন তাসকিন। সমর্থকদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। সমর্থকদের সরি বলছি, সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। তবে আমরা সব সমস্যা কাটিয়ে উঠব। ভালো জয় উপহার দেব।’

তাসকিন মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশ মোটেই হালকা প্রতিপক্ষ নয়। ‘আপনারা জানেন আমরা কেমন দল। আমরা এতটা বাজে দল না। সবারই ভালো খেলার সামর্থ্য আছে।’

এখন সেই সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। আগামী ৫ জুলাই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। হেরে গেলে হাতছাড়া হবে সিরিজও। ফলে ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে উঠেছে অলিখিত ফাইনাল।

টেলিকম নীতি দ্রুত চূড়ান্তে আপত্তি বিএনপির

শ্রীলঙ্কার কাছে লজ্জার হার ঘুরে দাঁড়াতে আশাবাদী তাসকিন

টেলিকম নীতি দ্রুত চূড়ান্তে আপত্তি বিএনপির

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রণীত ‘ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫’ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির দাবি, গুরুত্বপূর্ণ এই নীতি নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত দেশি ছোট উদ্যোক্তা ও টেলিকম খাতে সমতাভিত্তিক উন্নয়নে বাধা দিতে পারে।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলের অবস্থান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘লাইসেন্সিং পদ্ধতি সহজ করা, প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা এবং গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানোর উদ্যোগ অবশ্যই ইতিবাচক। কিন্তু খসড়া নীতিমালায় এমন কিছু সমস্যা রয়েছে যা ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে।’

মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে এমন গুরুত্বপূর্ণ নীতিমালা যেন একতরফাভাবে চূড়ান্ত না করা হয়। এই নীতি বাস্তবায়নের আগে আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে হবে এবং SME, বিশেষজ্ঞ ও ভোক্তা সংগঠনসহ সব অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘একাধিক সেবা খাতে মালিকানা নিষেধাজ্ঞা তুলে দিলে বড় মোবাইল অপারেটররা একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এতে বাজারে প্রতিযোগিতা কমে যাবে এবং ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীত্ব হারিয়ে এবার সংস্কৃতি মন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

শ্রীলঙ্কার কাছে লজ্জার হার ঘুরে দাঁড়াতে আশাবাদী তাসকিন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর নতুন দায়িত্ব নিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। দেশটির নতুন মন্ত্রিসভায় সংস্কৃতি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে ব্যাংককের গভর্নমেন্ট হাউসে নতুন মন্ত্রিসভার ১৪ জন সদস্যের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শপথ নেন পেতংতার্ন।

থাই সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে শপথ অনুষ্ঠানে পৌঁছান পেতংতার্ন। সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে শুভেচ্ছা জানালেও মাত্র দুই দিন আগেই ক্রিমিনাল কোর্টের আদেশে তাকে প্রধানমন্ত্রীত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শপথগ্রহণ শেষে নতুন মন্ত্রিসভার সদস্যরা আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করে সরকারি পরিচয়পত্র ও নথিপত্রের জন্য আনুষ্ঠানিক ছবি তোলেন। এরপর এক বিশেষ মন্ত্রিসভার বৈঠকে তারা নতুন দায়িত্ব বুঝে নেন।

এবারের মন্ত্রিসভায় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুরিয়া জুংরুংরুয়াংকিত। সরকারের একাংশ ভুমজাথাই পার্টি জোট থেকে বেরিয়ে যাওয়ায় নতুন মন্ত্রিসভা গঠন এবং ছোট দলগুলোর সমর্থন নিশ্চিত করতে মরিয়া ক্ষমতাসীন জোট।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে পেতংতার্নের বিতর্কিত ফোনালাপ এবং সীমান্ত ইস্যুতে কথা বলার ঘটনা নতুন করে অস্থিরতা তৈরি করেছে। তার বাবার মতো (সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা) তিনিও রাজনৈতিক চাপে পড়েছেন।

পেতংতার্নের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে ১ জুলাই থেকে ১৫ দিনের সময় বেধে দিয়েছে আদালত। রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারের বাজেটসহ গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন নিয়েও প্রশ্ন উঠছে।

ছেলের জন্মসনদে ধর্মের ঘর ফাঁকা রাখলেন অভিনেতা বিক্রান্ত

শ্রীলঙ্কার কাছে লজ্জার হার ঘুরে দাঁড়াতে আশাবাদী তাসকিন

বিক্রান্ত মাসে : ছবি-সংগৃহীত

গত বছর পুত্র সন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে। চলতি বছর এক বছর পূর্ণ হয়েছে তার ছেলে বেদান্তের। তবে ছেলের জন্মসনদ করতে গিয়ে এক অনন্য উদাহরণ তৈরি করেছেন এই অভিনেতা।

জন্মসনদের ফর্মে ‘ধর্ম’ লিখতে গিয়ে দ্বিধায় পড়ে যান বিক্রান্ত। যদিও তিনি নিজে হিন্দু ধর্ম পালন করেন, তার বাবা খ্রিস্টান, মা শিখ আর ভাই মুসলিম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন মইন। ফলে একটি পরিবারে চারটি ধর্মের এই সহাবস্থান অভিনেতাকে ভাবিয়ে তোলে।

শেষ পর্যন্ত ছেলের জন্ম নিবন্ধনের ফর্মে ‘ধর্ম’ অংশটি ফাঁকা রেখেছেন বিক্রান্ত। তার বিশ্বাস, বড় হয়ে বেদান্ত নিজেই ঠিক করবে সে কী বিশ্বাস করবে।

এ নিয়ে বিক্রান্ত বলেন, ‘আমার মনে হয়, ধর্ম একেবারেই ব্যক্তিগত পছন্দ। কে কোন ধর্মে বিশ্বাসী হবেন, সেটা তার নিজের ব্যাপার। আমি বাড়িতে পূজা করি, গুরুদ্বারে যাই, দরগাতেও যাই—সব জায়গায়ই শান্তি খুঁজে পাই।’

তিনি আরও বলেন, ‘আমি চাই না আমার ছেলে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করুক। তাই তাকে সেই শিক্ষাই দেব।’

অভিনয় জীবনে বিক্রান্ত ‘টুয়েলভ ফেল’ ও ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মতো ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছেন। অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিলেও ভক্তদের অনুরোধে আবারও কাজে ফিরেছেন তিনি।

×