দীর্ঘ অনুপস্থিতি: পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে পড়ে দেশের পুলিশ প্রশাসনের শৃঙ্খলা। বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্বে থাকা অনেক পুলিশ কর্মকর্তা কর্মস্থলে যোগ দেওয়ার কিছুদিন পরই উধাও হয়ে যান। কেউ ছুটি নিয়ে গিয়েও ফেরেননি, কেউ আবার কোনো ছুটির আবেদন ছাড়াই অনুপস্থিত রয়েছেন মাসের পর মাস।
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মিনা, ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার ও অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) রহমতুল্লাহ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মিনা বর্তমানে সারদা পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি চাকরি বিধির ১২ ধারায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার, যিনি বর্তমানে রেঞ্জ পুলিশ বরিশালে সংযুক্ত, তিনি গত বছরের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একই কারণে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে শিল্প পুলিশে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার রহমতুল্লাহ চৌধুরী, যিনি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, তাকেও একই বিধিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সরকারি দায়িত্ব পালনে দীর্ঘ অনুপস্থিতি শৃঙ্খলাভঙ্গের শামিল হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।