‘মেগাস্টার’ শব্দ নিয়ে আপত্তি জাহিদ হাসানের শাকিবকে শুধু অভিনেতা হিসেবেই দেখতে চান

জাহিদ হাসান : ছবি-সংগৃহীত
ঢালিউডের রাজপথের শীর্ষ নায়ক শাকিব খান টানা ২৬ বছর ধরে উপহার দিয়ে যাচ্ছেন সুপারহিট সিনেমা। দেশ-বিদেশের অগণিত ভক্ত তাকে কখনো ‘কিং খান’, কখনো ‘সুপারস্টার’, আবার কখনো ‘নবাব’ উপাধি দিয়েছেন। সম্প্রতি শাকিবের নামের আগে ‘মেগাস্টার’ শব্দও যুক্ত হয়েছে, যা নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
গত ঈদে শাকিব খানের তাণ্ডব এবং জাহিদ হাসানের উৎসব একসঙ্গে মুক্তি পায়। প্রথমে শাকিবের সিনেমা এগিয়ে থাকলেও ধীরে ধীরে প্রেক্ষাগৃহে দর্শক টানছে জাহিদ হাসানের উৎসব। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে উৎসব–এর প্রদর্শনীও বেড়েছে।
শাকিবের ‘মেগাস্টার’ খেতাব নিয়ে জাহিদ হাসান বলেন, ‘শাকিব খান তো একজন অভিনেতা। আমাদের দেশে তাকে আলাদা করে বলা হয় “মেগাস্টার শাকিব খান”, আর অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন তাকে এই বিশেষ ট্যাগ দেওয়া হয়, বুঝি না। এটা শুনলে ভালো লাগে না।’
এ প্রসঙ্গে জাহিদ হাসান আরও বলেন, ‘শেক্সপিয়ারের একটা কথা আছে, কোনো কিছু হওয়া বড় কথা না, হয়ে থাকাটাই বড় কথা। ঈদে বড় হল সংখ্যা পাওয়াই মুখ্য নয়, সেগুলো ধরে রাখাই আসল। শাকিবের সিনেমা অনেক হলে মুক্তি পেলেও শেষ পর্যন্ত তা থাকছে না, এটা কিন্তু শিল্পীর জন্য অপমানজনক। বিনয়ী থাকাই ভালো।’
তবে শাকিব বা অন্য কোনো শিল্পীর প্রতি তার কোনো বিরূপ মনোভাব নেই জানিয়ে জাহিদ হাসান বলেন, ঈদে মুক্তি পাওয়া প্রতিটি সিনেমাই ইন্ডাস্ট্রির, কোনো একক নায়কের নয়। সব ছবিই ভালো ব্যবসা করুক, এটাই সবার প্রত্যাশা হওয়া উচিত।