দুই মাসের অভিনয় বিরতিতে জোভান সময় দেবেন পরিবারকে

ফারহান আহমেদ জোভান : ছবি-সংগৃহীত
বিশেষ দিবস কিংবা উৎসব মানেই ব্যস্ততা অভিনেতা ফারহান আহমেদ জোভানের জন্য। গেলো ভালোবাসা দিবস ও ঈদ উপলক্ষে একের পর এক কাজ করে সময় দিয়েছেন শুটিং সেটেই। তবে টানা কাজের কারণে পরিবার ও প্রিয়জনদের জন্য সময় বের করা সম্ভব হয়নি তার পক্ষে।
এই ব্যস্ততা সাময়িক বিরতি নিতে বাধ্য করেছে তাকে। তাই দুই মাসের জন্য অভিনয় থেকে বিরতি নিচ্ছেন জোভান।
জোভান বলেন, ‘গত কয়েক মাস একের পর এক কাজ করেছি। এখন মনে হচ্ছে কিছুদিন পরিবার ও বন্ধুদের জন্য সময় দিতে হবে। বন্ধুবান্ধবেরও অভিযোগ, আমাকে পাওয়া যায় না। তাই এই বিরতি আমার জন্য দরকার।’
তবে দুই মাসের বিরতির পর কবে শুটিং ফ্লোরে ফিরবেন, তা এখনো চূড়ান্ত করেননি। জোভান জানিয়েছেন, কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন কিছু গল্প নিয়ে আলোচনা চলছে। ভালো গল্প পেলে আগস্ট থেকে আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।