| ১ জুলাই ২০২৫
শিরোনাম:

ইউনিসেফের সঙ্গে বৈঠকে পরিবেশ উপদেষ্টা তরুণদের সম্পৃক্ততা

ইউনিসেফের সঙ্গে বৈঠকে পরিবেশ উপদেষ্টা তরুণদের সম্পৃক্ততা

সৈয়দা রিজওয়ানা হাসান : ছবি-সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমে জবাবদিহিতা, সমন্বয় ও বিশেষ করে তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করা খুবই জরুরি।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ার্সের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “পানি উন্নয়ন বোর্ডসহ অবকাঠামো ও পানি-সম্পর্কিত সব প্রকল্পে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি পয়নিষ্কাশন ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় নিরাপদ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে।”

বৈঠকে শিশু ও কিশোরদের ওপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব যেমন বন্যা, অপুষ্টি ও শিক্ষাব্যবস্থার বিঘ্নের কথা তুলে ধরেন ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। তিনি তরুণদের সঙ্গে পরামর্শ সভার পরিধি বাড়ানো এবং মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত সংযোগের জন্য কাঠামোগত ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা বলেন।

পরিবেশ সচেতনতা তৈরিতে শিশুদের অংশগ্রহণে একটি যৌথ ডকুমেন্টারি সিরিজ তৈরির প্রস্তাব দেন ইউনিসেফ প্রতিনিধি, যা স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির ওপরও গুরুত্বারোপ করা হয়। উপদেষ্টা এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এটি বাস্তবায়ন সম্ভব।

বৈঠকে পরিবেশ শিক্ষাভিত্তিক কর্মপরিকল্পনা, পুনর্ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ ও শিক্ষার্থীদের নেতৃত্বে জরুরি প্রস্তুতির মতো বিষয়গুলোর ওপর দুই পক্ষ একমত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ইউনিসেফের চিফ অব ওয়াশ পিটার জর্জ এল. ম্যাস, চিফ অব ফিল্ড সার্ভিসেস ফ্রাঙ্কো গার্সিয়া ও প্রোগ্রাম স্পেশালিস্ট ভ্যালেন্টিনা স্পিনেডি।

পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফ উভয়েই জলবায়ুবান্ধব নেতৃত্ব বিকাশে ও টেকসই উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

সংগঠন নিয়ে সমঝোতা: ঢাবি ক্লাবের নতুন কমিটি ঘোষণা সমালোচনায় ছাত্র সংগঠনগুলো

ইউনিসেফের সঙ্গে বৈঠকে পরিবেশ উপদেষ্টা তরুণদের সম্পৃক্ততা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ২০২৫-২৬ মেয়াদের কার্যকরী কমিটি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের সমন্বয়ে গঠিত হয়েছে। সোমবার রাতে কলা অনুষদের ডিন ও নির্বাচন কমিশনার অধ্যাপক সিদ্দিকুর রহমান খান ১৫ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে সাদা দলের পক্ষ থেকে সভাপতি ও ছয়জন সদস্য এবং নীল দলের পক্ষ থেকে সেক্রেটারি ও ছয়জন সদস্য আছেন। সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, যিনি নীল দলের হয়ে দুইবার শিক্ষক সমিতিতে নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম এবং যুগ্ম সম্পাদক হয়েছেন ড. রাদ মুজিব লালন। কমিটিতে রয়েছেন আরও কয়েকজন নীল দলের সিন্ডিকেট সদস্য ও আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত শিক্ষকও।

ছাত্র সংগঠনগুলো এই সমন্বিত কমিটি গঠনের তীব্র বিরোধিতা জানিয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখা নেতারা বলেন, ফ্যাসিবাদে যুক্ত থাকা শিক্ষকরা পুনর্বাসিত হলে নতুন ফ্যাসিবাদের আশঙ্কা তৈরি হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, নীল দল ও সাদা দল কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়। শিক্ষকদের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই কমিটি গঠিত হয়েছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকীর মতে, বর্তমান প্রেক্ষাপটে এটি জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক রাজনীতি ও গবেষণার গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: জাতীয় নির্বাচন নিয়ে নির্দেশনা পেয়েছেন সিইসি

ইউনিসেফের সঙ্গে বৈঠকে পরিবেশ উপদেষ্টা তরুণদের সম্পৃক্ততা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকটি ঘিরে নানা জল্পনা থাকলেও এবার তার কিছুটা ব্যাখ্যা দিয়েছেন সিইসি নিজেই।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি জানান, প্রধান উপদেষ্টা তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আরও জোরদারের নির্দেশনা দিয়েছেন।

সিইসি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। আমরা জানিয়েছি, কমিশন পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা কমিশনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান।’

জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্দিষ্ট তারিখ ঠিক হলে নির্বাচন কমিশনই তা আনুষ্ঠানিকভাবে জানাবে।’

উল্লেখ্য, গত ২৬ জুন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সিইসি নাসির উদ্দিন। বিএনপি এ বৈঠকের বিষয়বস্তু স্পষ্ট করার দাবি জানালেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মিথ্যা ভিডিও কন্টেন্টে ক্ষুব্ধ মিষ্টি জান্নাত আইনের আশ্রয়ে যাচ্ছেন

ইউনিসেফের সঙ্গে বৈঠকে পরিবেশ উপদেষ্টা তরুণদের সম্পৃক্ততা

মিষ্টি জান্নাত : ছবি-সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত ফের বিতর্কিত গুজবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি একটি ফেসবুক পেইজে তার নামে বিভ্রান্তিকর ভিডিও কন্টেন্ট ছড়ানোয় আইনের আশ্রয় নিচ্ছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, বিদেশে ‘খদ্দেরের সঙ্গে ধরা’ পড়েছেন মিষ্টি জান্নাত। এ প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘গত কয়েকদিন ধরে একাধিক পেইজ আমার নামে মিথ্যা ভিডিও ছড়াচ্ছে। সর্বশেষ এক পেইজ দাবি করেছে আমি বিদেশে খদ্দেরের সঙ্গে ধরা খেয়েছি—যা সম্পূর্ণ মিথ্যা। এ নিয়ে পরিবার-পরিচিতজনদের নানা প্রশ্ন ও ফোনে খুবই বিব্রতকর অবস্থায় পড়েছি।’

তিনি আরও জানান, ভিডিওটি আসলে ঢাকায় এক অনুষ্ঠানের শেষে তার ম্যানেজারের সঙ্গে গাড়িতে ওঠার মুহূর্তের। সেই ভিডিও বিকৃত শিরোনামে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

মিষ্টি বলেন, ‘ইতোমধ্যে আমি ভুয়া কনটেন্ট ছড়ানো কিছু পেইজ, কথিত সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরের নাম আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসক। ঢাকায় ও দুবাইয়ে তার ডেন্টাল ক্লিনিক রয়েছে।

×