| ১ জুলাই ২০২৫
শিরোনাম:

স্বৈরাচার পতনে আর ১৬ বছর নয় জুলাই অভ্যুত্থান নিয়ে প্রধান উপদেষ্টা

স্বৈরাচার পতনে আর ১৬ বছর নয় জুলাই অভ্যুত্থান নিয়ে প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস : ছবি-সংগৃহীত

স্বৈরাচার পতনে যেন আর ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সেই লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোনো স্বৈরাচার যেন আর মাথা চাড়া দিতে না পারে, সেজন্য প্রতিবছর জুলাই মাসে এই দিনগুলো পালন করা হবে। জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে জুলাই-আগস্ট মাসজুড়ে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হবে। তরুণ ছাত্র, শ্রমিক, রিকশাচালক, সাধারণ মানুষ ও কিশোরদের আত্মত্যাগ বৃথা যাবে না—এই শপথই আমরা আবার নিচ্ছি।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘জুলাই-আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক। এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের স্বপ্ন নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আরও অটুট হোক।’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: জাতীয় নির্বাচন নিয়ে নির্দেশনা পেয়েছেন সিইসি

স্বৈরাচার পতনে আর ১৬ বছর নয় জুলাই অভ্যুত্থান নিয়ে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকটি ঘিরে নানা জল্পনা থাকলেও এবার তার কিছুটা ব্যাখ্যা দিয়েছেন সিইসি নিজেই।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি জানান, প্রধান উপদেষ্টা তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আরও জোরদারের নির্দেশনা দিয়েছেন।

সিইসি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। আমরা জানিয়েছি, কমিশন পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা কমিশনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান।’

জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্দিষ্ট তারিখ ঠিক হলে নির্বাচন কমিশনই তা আনুষ্ঠানিকভাবে জানাবে।’

উল্লেখ্য, গত ২৬ জুন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সিইসি নাসির উদ্দিন। বিএনপি এ বৈঠকের বিষয়বস্তু স্পষ্ট করার দাবি জানালেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মিথ্যা ভিডিও কন্টেন্টে ক্ষুব্ধ মিষ্টি জান্নাত আইনের আশ্রয়ে যাচ্ছেন

স্বৈরাচার পতনে আর ১৬ বছর নয় জুলাই অভ্যুত্থান নিয়ে প্রধান উপদেষ্টা

মিষ্টি জান্নাত : ছবি-সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত ফের বিতর্কিত গুজবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি একটি ফেসবুক পেইজে তার নামে বিভ্রান্তিকর ভিডিও কন্টেন্ট ছড়ানোয় আইনের আশ্রয় নিচ্ছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, বিদেশে ‘খদ্দেরের সঙ্গে ধরা’ পড়েছেন মিষ্টি জান্নাত। এ প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘গত কয়েকদিন ধরে একাধিক পেইজ আমার নামে মিথ্যা ভিডিও ছড়াচ্ছে। সর্বশেষ এক পেইজ দাবি করেছে আমি বিদেশে খদ্দেরের সঙ্গে ধরা খেয়েছি—যা সম্পূর্ণ মিথ্যা। এ নিয়ে পরিবার-পরিচিতজনদের নানা প্রশ্ন ও ফোনে খুবই বিব্রতকর অবস্থায় পড়েছি।’

তিনি আরও জানান, ভিডিওটি আসলে ঢাকায় এক অনুষ্ঠানের শেষে তার ম্যানেজারের সঙ্গে গাড়িতে ওঠার মুহূর্তের। সেই ভিডিও বিকৃত শিরোনামে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

মিষ্টি বলেন, ‘ইতোমধ্যে আমি ভুয়া কনটেন্ট ছড়ানো কিছু পেইজ, কথিত সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরের নাম আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসক। ঢাকায় ও দুবাইয়ে তার ডেন্টাল ক্লিনিক রয়েছে।

কোটা সংস্কার থেকে স্বৈরাচার পতন এক বছরের মাথায় প্রশ্ন কতটা বদলালো বাংলাদেশ?

স্বৈরাচার পতনে আর ১৬ বছর নয় জুলাই অভ্যুত্থান নিয়ে প্রধান উপদেষ্টা

রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া ন্যায্যতার লড়াই আজ এক বছর পেরোল। ২০২৪ সালের ১ জুলাই তপ্ত রোদে শিক্ষার্থীরা ফের দাঁড়ায় কোটা সংস্কারের দাবিতে। রাজপথে বিক্ষোভ, বাংলা ব্লকেড, লংমার্চ আর লাখো মানুষের এক দফার আন্দোলনে শেখ হাসিনার স্বৈরাচার পতন হয়—বলে দাবি আন্দোলনকারীদের।

এক বছরে কতটা বদলেছে বাংলাদেশ?

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট সরকার উৎখাত করেছি, এখন নতুন রাষ্ট্র গড়ার কাজ বাকি।’ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘যে স্বপ্নের জন্য মানুষ জীবন দিয়েছে, সেখানে আপস করলে মানুষ মেনে নেবে না।’

তরুণরা এখনও বিশ্বাস করে—বৈষম্যহীন, স্বজনপ্রীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়াই তাদের অঙ্গীকার। সেই স্বপ্নে আছে দেশের সাধারণ মানুষের সমর্থনও।

×