শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে নতুন ৬ নির্দেশনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন করে ছয়টি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।
সর্বশেষ নিরাপত্তা পর্যালোচনায় দেখা গেছে, ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের ব্যাগেজ স্ক্রিনিংয়ে এবার থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নিরাপত্তা দলের সদস্যদের নিয়মিত সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারে নজরদারি ও অনিয়ম প্রতিরোধেও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।
নতুন নিরাপত্তা নির্দেশনাগুলো হলো—
১. ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের ব্যাগ স্ক্রিনিংয়ে সর্বোচ্চ মনোযোগ।
২. এভিয়েশন সিকিউরিটি সদস্যদের নিয়মিত ব্রিফিং ও নির্দেশনা প্রদান।
৩. সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষভাবে নজরদারি বাড়ানোর নির্দেশনা।
৪. মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর ঝুঁকিপূর্ণ ব্যাগের ক্ষেত্রে ম্যানুয়াল তল্লাশি বাধ্যতামূলক।
৫. আগ্নেয়াস্ত্র বহনকারীদের জন্য বিমানবন্দরে প্রবেশের আগে অনুমতি নিশ্চিত ও রেকর্ড সংরক্ষণ।
৬. কোনো ধরনের নিরাপত্তা ভঙ্গের ঘটনা ঘটলে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধমূলক নির্দেশনা জারি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পদক্ষেপ বাস্তবায়নে সব নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।