| ১ জুলাই ২০২৫
শিরোনাম:

জুলাই গণ-অভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধ মা’ম’লায় পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি আজ

জুলাই গণ-অভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধ মা’ম’লায় পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি আজ

শেখ হাসিনা : ছবি-সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ। বিশেষ গুরুত্বের এই শুনানি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার হতে পারে বলে জানা গেছে।

এর আগে গত ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয়। ওই দিনই দেশের বিচার ইতিহাসে প্রথমবারের মতো কোনো মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা হয় আদালত থেকে।

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে ট্রাইব্যুনাল। পত্রিকায় প্রকাশিত ওই নোটিশে ৭ দিনের মধ্যে হাজির হতে বলা হয়। তবে নির্ধারিত সময়ে কেউ আদালতে না আসায় তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে বলে জানানো হয়েছে।

গত ২৪ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। পলাতক অবস্থায় থাকায় দুই আসামির পক্ষে ট্রাইব্যুনাল থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে। এর আগে ১২ মে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়। প্রতিবেদনে জুলাই গণহত্যার ‘উস্কানিদাতা ও নির্দেশদাতা’ হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছে।

ইউনিসেফের সঙ্গে বৈঠকে পরিবেশ উপদেষ্টা তরুণদের সম্পৃক্ততা

জুলাই গণ-অভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধ মা’ম’লায় পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি আজ

সৈয়দা রিজওয়ানা হাসান : ছবি-সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমে জবাবদিহিতা, সমন্বয় ও বিশেষ করে তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করা খুবই জরুরি।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ার্সের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “পানি উন্নয়ন বোর্ডসহ অবকাঠামো ও পানি-সম্পর্কিত সব প্রকল্পে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি পয়নিষ্কাশন ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় নিরাপদ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে।”

বৈঠকে শিশু ও কিশোরদের ওপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব যেমন বন্যা, অপুষ্টি ও শিক্ষাব্যবস্থার বিঘ্নের কথা তুলে ধরেন ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। তিনি তরুণদের সঙ্গে পরামর্শ সভার পরিধি বাড়ানো এবং মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত সংযোগের জন্য কাঠামোগত ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা বলেন।

পরিবেশ সচেতনতা তৈরিতে শিশুদের অংশগ্রহণে একটি যৌথ ডকুমেন্টারি সিরিজ তৈরির প্রস্তাব দেন ইউনিসেফ প্রতিনিধি, যা স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির ওপরও গুরুত্বারোপ করা হয়। উপদেষ্টা এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এটি বাস্তবায়ন সম্ভব।

বৈঠকে পরিবেশ শিক্ষাভিত্তিক কর্মপরিকল্পনা, পুনর্ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ ও শিক্ষার্থীদের নেতৃত্বে জরুরি প্রস্তুতির মতো বিষয়গুলোর ওপর দুই পক্ষ একমত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ইউনিসেফের চিফ অব ওয়াশ পিটার জর্জ এল. ম্যাস, চিফ অব ফিল্ড সার্ভিসেস ফ্রাঙ্কো গার্সিয়া ও প্রোগ্রাম স্পেশালিস্ট ভ্যালেন্টিনা স্পিনেডি।

পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফ উভয়েই জলবায়ুবান্ধব নেতৃত্ব বিকাশে ও টেকসই উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর আহ্বায়ক রাশেদ খান

জুলাই গণ-অভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধ মা’ম’লায় পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি আজ

জুলাইয়ের প্রথম প্রহরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান। একইসঙ্গে তিনি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি এবং এর ছাত্র ও যুব শাখার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন।

সোমবার (১ জুলাই) রাত ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের কথা জানান। স্ট্যাটাসে রাশেদ খান লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

তার এই ঘোষণার পর অনেকে মন্তব্য ঘরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন—কেউ হতবাক, কেউ সমালোচক, কেউ আবার তাকে সাধুবাদও জানিয়েছেন।

রাশেদ খান তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি সবসময় শ্রম, মেধা, সময় দিয়ে সংগঠনকে এগিয়ে নিতে চেষ্টা করেছি, তবে আরও ভালো কিছু হওয়া উচিত ছিল।’

নিজেকে একজন শিল্পী উল্লেখ করে তিনি আর্থিক সংকটের কথাও স্বীকার করেন। তিনি লেখেন, ‘আমার বিরুদ্ধে যেসব আর্থিক গল্প চালানো হয়, সেসব ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারও সন্দেহ থাকলে তদন্ত করতে পারেন—আমি সবসময় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

কেন্দ্রীয় কমিটির নির্দেশনা না থাকায় সংগঠন সারা দেশেই স্তিমিত হয়ে গেছে বলে দাবি করেছেন রাশেদ খান। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘নবগঠিত কমিটি এনসিপি দ্বারা প্রভাবিত এক প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে গঠন হয়েছে, যা অনেক নেতার মধ্যে অসন্তোষ তৈরি করেছে।’

তবে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনকে সবসময় শ্রদ্ধা জানাবো। শ্রেণির লড়াই ও ন্যায্যতার লড়াই আমার চলতেই থাকবে।’

প্রসঙ্গত, মাত্র দুই দিন আগে রাশেদ খানের নেতৃত্বে সংগঠনের একটি অংশ যশোর প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সঙ্গে বৈঠক করেছিল। সেই বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি।

স্বৈরাচার পতনে আর ১৬ বছর নয় জুলাই অভ্যুত্থান নিয়ে প্রধান উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধ মা’ম’লায় পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি আজ

ড. মুহাম্মদ ইউনূস : ছবি-সংগৃহীত

স্বৈরাচার পতনে যেন আর ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সেই লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোনো স্বৈরাচার যেন আর মাথা চাড়া দিতে না পারে, সেজন্য প্রতিবছর জুলাই মাসে এই দিনগুলো পালন করা হবে। জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে জুলাই-আগস্ট মাসজুড়ে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হবে। তরুণ ছাত্র, শ্রমিক, রিকশাচালক, সাধারণ মানুষ ও কিশোরদের আত্মত্যাগ বৃথা যাবে না—এই শপথই আমরা আবার নিচ্ছি।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘জুলাই-আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক। এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের স্বপ্ন নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আরও অটুট হোক।’

×