| ৩ আগস্ট ২০২৫
শিরোনাম:

ধর্ষণ মামলায় কারাবন্দি গায়ক নোবেল ও বাদীর বিয়ের নির্দেশ আদালতের

ধর্ষণ মামলায় কারাবন্দি গায়ক নোবেল ও বাদীর বিয়ের নির্দেশ আদালতের

আদালতের আদেশ ও প্রেক্ষাপট

ধর্ষণ মামলায় কারাবন্দি গায়ক মাইনুল আহসান নোবেল এবং মামলার বাদী, ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীর মধ্যে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে বিয়ে সম্পাদনের নির্দেশ দিয়েছেন আদালত। উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে এই বিয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত।

 

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি নোবেল গত ২০ মে থেকে জেলহাজতে আটক আছেন। বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি হয়েছে এবং বর্তমানে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার সূত্রপাত

২০২৪ সালের ১২ নভেম্বর, ইডেন কলেজের ওই ছাত্রীকে স্টুডিও দেখানোর কথা বলে নিজের বাসায় নিয়ে যান গায়ক নোবেল। সেখানেই তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভুক্তভোগীর ভাষ্য, নোবেল ও তার সহযোগীরা তাকে আটক রেখে ধর্ষণের ভিডিও ধারণ করে এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

পুলিশের উদ্ধার ও মামলা দায়ের

পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করে এবং পুলিশের সহায়তায় উদ্ধার করে। এরপর বাদী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। আদালতের নির্দেশে কারাবন্দি অবস্থাতেই নোবেল ও মামলার বাদীর বিয়ে সম্পন্নের প্রক্রিয়া চলছে।

রাবিতে প্রভাষক নিয়োগে রেফারেন্সযুক্ত প্রবেশপত্র ফাঁস

ধর্ষণ মামলায় কারাবন্দি গায়ক নোবেল ও বাদীর বিয়ের নির্দেশ আদালতের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রভাষক নিয়োগে একটি প্রার্থীর প্রবেশপত্র রেফারেন্সসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘স্টোরি’ হিসেবে প্রবেশপত্রটি ছড়িয়ে পড়ে।

ছবিতে দেখা যায়, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক পদের প্রার্থী আজমীরা আরেফিনের প্রবেশপত্রে সুপারিশকারী হিসেবে নাম রয়েছে জামায়াতে ইসলামীর সাবেক এমপি লতিফুর রহমানের। তিনি ১৯৮৬ ও ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিষয়টি নিয়ে সমালোচনার মুখে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, “কীভাবে প্রবেশপত্রটি স্টোরিতে এসেছে, বুঝতে পারিনি। হয়তো আমার ছেলে মোবাইলে গেম খেলার সময় ভুলবশত আপলোড হয়ে গেছে।”

তিনি আরও জানান, “প্রায় প্রতিদিনই বিভিন্ন আবেদনকারী, তাদের আত্মীয়-স্বজন বা পরিচিতজনেরা প্রবেশপত্র ও সিভি দিয়ে যান। অনেকে হোয়াটসঅ্যাপে পাঠান বা ফোনে সুপারিশ জানান। তবে এগুলো মৌখিক বা লিখিত পরীক্ষায় কোনো প্রভাব ফেলে না।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “একজন সাবেক এমপি কয়েকদিন আগে ফোন করে এলাকার একজন প্রার্থীর ব্যাপারে কথা বলেন এবং তার প্রবেশপত্র পাঠান। আমার কাছে ছাত্র, শিক্ষক, রাজনৈতিক পরিচিতজনদের বহু সুপারিশ থাকে, কিন্তু তা নিয়োগে প্রভাব বিস্তার করে না। এই ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

প্রবেশপত্রে সাক্ষাৎকারের স্থান হিসেবে উপাচার্যের দপ্তর এবং সময় উল্লেখ ছিল আগামীকাল সোমবার সকাল ১০টা।

জওয়ান ছবির জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

ধর্ষণ মামলায় কারাবন্দি গায়ক নোবেল ও বাদীর বিয়ের নির্দেশ আদালতের

শাহরুখ খান : ছবি-সংগৃহীত

চলচ্চিত্র ক্যারিয়ারে ৩৩ বছর পেরিয়ে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন বলিউড কিং শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার জওয়ান ছবির জন্য ‘সেরা অভিনেতা’-র পুরস্কার পেয়েছেন তিনি। এই অর্জনে খুশির জোয়ার শাহরুখ ভক্তদের মাঝে। তবে পুরস্কার পাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা।

প্রশ্ন উঠছে—‘কাভি হা কাভি না’, ‘স্বদেশ’, ‘চক দে ইন্ডিয়া’-র মতো প্রশংসিত ছবির জন্য নয়, বরং জওয়ান-এর মতো একটি মশালা ছবির জন্যই কেন শাহরুখ এই সম্মান পেলেন?

২০০৫ সালে যখন সাইফ আলি খান ‘হাম তুম’ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পান, তখন এক পুরস্কার অনুষ্ঠানে শাহরুখ বলেছিলেন, “স্বদেশ ছবির জন্য আমারও পুরস্কার পাওয়া উচিত ছিল।”

২০২৩ সাল শাহরুখ খানের জন্য ছিল ফিরে আসার বছর। টানা কয়েকটি ফ্লপ ছবির পর পাঠান, জওয়ান এবং ডাঙ্কি—এই তিন হিট সিনেমায় যেন আবার বলিউডে ফিরেছে ‘শাহরুখরাজ’।

তবে সমালোচকদের মতে, জওয়ান ছিল একটি গ্রাফিক্সনির্ভর অ্যাকশনধর্মী মেগা-এন্টারটেইনার, যেখানে অভিনয়ের গভীরতার তুলনায় ভিজ্যুয়াল চমকই বেশি ছিল। অনেক ভক্ত ও চলচ্চিত্র বিশ্লেষক মনে করেন, শাহরুখের এই জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল ‘স্বদেশ’ কিংবা ‘চক দে ইন্ডিয়া’র মতো শক্তিশালী পারফরম্যান্সের জন্য।

শাহরুখ নিজেও এক সময় এমন মনোভাব প্রকাশ করেছিলেন। তবুও, দীর্ঘ ক্যারিয়ারে এই সম্মান পাওয়া তার ভক্তদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

মালদ্বীপে প্রবাসীদের সম্মানে রেমিট্যান্স যো’দ্ধা দিবস উদযাপন

ধর্ষণ মামলায় কারাবন্দি গায়ক নোবেল ও বাদীর বিয়ের নির্দেশ আদালতের

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার (২ আগস্ট) হাইকমিশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক আলোচনা সভা।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। আরও বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, প্রবাসী চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন এবং প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর হোসেন।

বক্তারা জুলাই জাগরণে প্রবাসীদের ভূমিকা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণ এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের চলমান সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন,

“প্রবাসীরা দেশের বাইরে থেকেও কঠোর পরিশ্রম করে রেমিট্যান্স প্রেরণ করছেন, যা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে মুখ্য ভূমিকা রাখছে। সরকার প্রবাসীদের সম্মান জানাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।”

×