| ৩১ জুলাই ২০২৫
শিরোনাম:

শ্যামনগরে পুলিশের অভিযানে দুইজন আন্ত:জেলা মোটরসাইকেল চোর গ্রেফতার

শ্যামনগরে পুলিশের অভিযানে দুইজন আন্ত:জেলা মোটরসাইকেল চোর গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই জন গ্রেফতার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার(১৩ জুন) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে শ্যামনগর থানা এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের সদস্য দুইজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় হলেন শ্যামনগর উপজেলার হাওলভাঙ্গী গ্রামের মোঃ আকবর গাজীর ছেলে মোঃ আজিজুল ইসলাম(২১) ও একই এলাকার আব্দুল হামিদের ছেলে মোঃ সাইফুল ইসলাম(২৩)।

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লার নেতৃত্বে শ্যামনগর থানার এস আই মোঃ জহিরুল ইসলাম, এস আই মোঃ মিজানুর রহমান ও এ এস আই মোঃ আব্দুল মোমিন শ্যামনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করা হয় এবং এ সময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লা বলেন দুইজন মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার করা সহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শ্যামনগর থানার মামলা নম্বর-১৮। তাং ১৪ জুন-২৫। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ব ইউক্রেনে রাশিয়ার ধীর আগ্রাসন ও ড্রো’ন হা’ম’লায় চরম সংকট

শ্যামনগরে পুলিশের অভিযানে দুইজন আন্ত:জেলা মোটরসাইকেল চোর গ্রেফতার

পূর্ব ইউক্রেনে রাশিয়ার ধীর কিন্তু ধারাবাহিক অগ্রগতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ড্রোন হামলা, সীমান্তবর্তী গ্রাম দখল এবং বিশাল সামরিক শক্তি কেন্দ্রীকরণের মাধ্যমে রাশিয়া গ্রীষ্মকালীন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা ইউক্রেনীয় ফ্রন্টলাইনের নিয়ন্ত্রণ পুরোপুরি বদলে দিতে পারে।

রুশ ড্রোন হামলার প্রভাবে কোস্টিয়ানটিনিভকা ও পোক্রোভস্ক-এর পিছনের গ্রামগুলোতে ইউক্রেনীয় নিয়ন্ত্রণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। এমনকি কিয়েভ নিয়ন্ত্রিত শান্ত অঞ্চলগুলোতেও ড্রোন প্রবেশ করে হামলা চালাচ্ছে, যেখানে প্রতিরক্ষা সরঞ্জাম ও জনবল সংকটে ভুগছে ইউক্রেনীয় বাহিনী।

পোক্রোভস্কের চারপাশে রাশিয়ার অবরোধ পরিকল্পনা পোক্রোভস্ক শহরের আশেপাশের এলাকাগুলোতে রাশিয়ার টানা হামলা চলছে। এক ইউক্রেনীয় কমান্ডার জানান, “একটি ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে।” মিরনোহ্রাদ শহরের ইউক্রেনীয় সেনারা এখন ঘেরাও হওয়ার মারাত্মক ঝুঁকিতে।

তিনি আরও জানান, রুশ সেনারা ইতিমধ্যে রডিনস্কে গ্রামে ঢুকে পড়েছে এবং বিলেটস্ক শহরের প্রান্তে অবস্থান করছে, যা পোক্রোভস্কের মূল সরবরাহ লাইনকে হুমকির মুখে ফেলেছে।

রুশ ড্রোন হামলার তীব্রতা বাড়ছে ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন হামলার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এই ড্রোন হামলা কেবল যুদ্ধক্ষেত্র নয়, বরং কিয়েভের মতো তুলনামূলক নিরাপদ অঞ্চলকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে।

শান্তি আলোচনা নিয়ে ট্রাম্পের আল্টিমেটাম এই সংকটময় পরিস্থিতিতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-কে শান্তি আলোচনার সময়সীমা ৫০ দিন থেকে কমিয়ে ১২ দিনে নামিয়ে এনেছেন। ট্রাম্প পুতিনকে নিয়ে “গভীর হতাশা” প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, ক্রেমলিন দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে সম্মত নয়।

এই ঘোষণায় কিয়েভ কিছুটা স্বস্তি পেলেও, সামরিক সহায়তা বৃদ্ধিতে পশ্চিমা দেশগুলোর উপর চাপ আরও বাড়তে পারে।

রুশ কৌশলের পেছনে শক্তি ও সহনশীলতা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সাফল্যের পেছনে রয়েছে তাদের বৃহৎ অস্ত্র উৎপাদন ক্ষমতা, জনবল, এবং উচ্চ ক্ষয়ক্ষতি সহ্য করার মানসিকতা। এসব কারণে মস্কোর কৌশল বদলানোর সম্ভাবনা খুবই কম।

জেলেনস্কির মন্তব্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি জানিয়েছেন, “রাশিয়ান বাহিনী অগ্রসর হচ্ছে না,” তবে তিনি স্বীকার করেছেন, “ফ্রন্টলাইনের পরিস্থিতি অত্যন্ত কঠিন।”

গাজায় ত্রাণ সংগ্রহকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হা’ম’লা নি’হ’ত ৭১

শ্যামনগরে পুলিশের অভিযানে দুইজন আন্ত:জেলা মোটরসাইকেল চোর গ্রেফতার

গাজায় আবারও ত্রাণ সংগ্রহ করতে আসা নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্মম হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৩০ জুলাই) এক দিনে অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শত শত মানুষ।

উত্তর গাজার জিকিম ক্রসিং পয়েন্টে ত্রাণ বিতরণের খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভিড় করেন। এসময় ইসরায়েলি সেনারা ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়, যাতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫১ জন, এবং আহত হন প্রায় ৬৫০ জনের বেশি।

দক্ষিণ গাজার খান ইউনিসেও প্রাণঘাতী হামলা একই ধরনের বর্বরতা চালানো হয় খান ইউনিসের নিকটবর্তী মোরাগ করিডোরে, যেখানে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আরও ২০ জন নিহত হন। ত্রাণ সহায়তার জন্য মরিয়া ফিলিস্তিনিদের ওপর ধারাবাহিকভাবে চালানো এসব হামলা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

 GHAF চালুর পর থেকেই বেড়েছে হামলার মাত্রা গত মে মাসে ইসরায়েলের নিয়ন্ত্রণে পরিচালিত GHAF (Gaza Humanitarian Aid Framework) নামের ত্রাণ বিতরণ কার্যক্রম চালু হওয়ার পর থেকে প্রায় নিয়মিতই ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলা চালানো হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শুধু এই কর্মসূচি শুরুর পর থেকে প্রায় ১,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

অনাহারে মৃত্যুও বাড়ছে ত্রাণ সহায়তার অপ্রতুলতা এবং চলমান অবরোধের কারণে বুধবার গাজায় অনাহার ও অপুষ্টিতে ভুগে আরও ৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, অবরুদ্ধ গাজায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট চলছে এবং ইসরায়েলি হামলার কারণে ত্রাণ পৌঁছানোও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নারী আসন বাড়ানোসহ ১৪ বিষয়ে ঐকমত্য: জানালেন আলী রীয়াজ

শ্যামনগরে পুলিশের অভিযানে দুইজন আন্ত:জেলা মোটরসাইকেল চোর গ্রেফতার

ড. আলী রীয়াজ : ছবি-সংগৃহীত

সংসদে নারী আসন বৃদ্ধি ও অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে ১৪টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। বুধবার (৩১ জুলাই) কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার প্রস্তাবে প্রায় সব দল একমত হয়েছে। যদিও দু-একটি দল ‘নোট অভ ডিসেন্ট’ দিয়েছে, তারপরও নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির ব্যাপারে একটি যৌথ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে।”

 নারী আসনের মেয়াদ ও প্রতিনিধিত্বে পরিবর্তন আলী রীয়াজ আরও বলেন, সংবিধান সংশোধন করে বর্তমান সংরক্ষিত নারী আসন বহাল রাখা হবে। এছাড়া, জাতীয় সংসদে ন্যূনতম ৩৩% নারী প্রতিনিধিত্ব না হওয়া পর্যন্ত ৫% নারী সদস্য মনোনয়নের বিধান অব্যাহত থাকবে। সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২০৪৩ সাল পর্যন্ত বাড়ানোর বিষয়েও ঐকমত্য হয়েছে।

প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তিনি জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি যেন প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও উত্থাপিত হয়েছে।

 আলোচনার সময়সীমা ও পরবর্তী কার্যক্রম আলী রীয়াজ জানান, “আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আশা করছি, ৩১ জুলাইয়ের মধ্যে সব আলোচনার প্রাথমিক পর্ব শেষ করা সম্ভব হবে।” ইতোমধ্যে ঐকমত্য হওয়া বিষয়গুলো সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

×