| ৭ আগস্ট ২০২৫
শিরোনাম:

এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের

এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের

শনিবার (৭ জুন) রাজধানীর ধোলাইখাল হাটে ঈদুল আজহা উপলক্ষে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী বেশিরভাগ পক্ষই চায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হোক। বর্তমান সরকারের হাতে থাকা সংস্কারের কাজগুলো শেষ করতে দু’তিন মাসের বেশি সময় লাগার কথা নয়। তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা জাতির বোধগম্য নয়। এটি একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে।

তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি এক দফা দাবিতে রাজপথে নামতে প্রস্তুত। প্রয়োজনে তীব্র আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করা হবে।

এর আগে সকালে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইশরাক হোসেন। তিনি বলেন, আমরা খুনি হাসিনার শাসনের বিরুদ্ধে ১৭ বছর ধরে বুক উঁচিয়ে রাজপথে আন্দোলন করেছি। পরিচয় গোপন করিনি। আমাদের অনেক ভাই এই আন্দোলনে প্রাণ দিয়েছে। আমরা সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এখনও সুসংগঠিতভাবে মাঠে আছি।

এ সময় তিনি আরও বলেন, আমি কোনো ব্যক্তিকে দায়ী করছি না। কিন্তু একটি শক্তিশালী গোষ্ঠী দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার পাঁয়তারা করছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের রুখে দাঁড়াবো।

ডিসেম্বরে ঘোষণা হবে জাতীয় নির্বাচনের তফসিল: নির্বাচন কমিশনার

এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের

আগামী ডিসেম্বরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

রবিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সেপ্টেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য ভোটার শিক্ষা কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধিমালা চূড়ান্ত করা হয়েছে।

প্রবাসী ভোটারদের প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, তাদের জন্য ভোট গ্রহণে কিছু চ্যালেঞ্জ রয়েছে। কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে সংশ্লিষ্ট আসনে পোস্টাল ব্যালট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। কারণ, শুধু এক লাখ প্রবাসী ভোটারের জন্য খরচ হতে পারে ৬-৭ কোটি টাকা।

ভোটার তালিকা আইনের বিষয়ে তিনি বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তারা চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং ভোট দেওয়ার অধিকার পাবেন।

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে প্রবাসীদের জন্য একটি বড় পরিবর্তন আনা হচ্ছে। সানাউল্লাহ জানান, এই ব্যালটে প্রার্থীর নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। এতে সময় বাঁচবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে।

রেজিস্ট্রেশনের জন্য প্রবাসী ভোটারদের তিন সপ্তাহ সময় দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া, দেশে আইনি হেফাজতে থাকা ব্যক্তি, সরকারি কর্মকর্তা ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

সাটুরিয়ায় সাংবাদিক আবুবকর সিদ্দিকের সম্মানহানির অপচেষ্টা, কুচক্রী মহলের বিরুদ্ধে ক্ষোভ

এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক আবুবকর সিদ্দিক জানান, শুধু হামলার শিকারই হননি, হামলার পর শুরু হয়েছে তার বিরুদ্ধে অপপ্রচার ও সম্মানহানির অপচেষ্টা।

 

সম্প্রতি ধামরাই থেকে আসা এক কথিত পল্লী চিকিৎসক কাশেম তার ওপর হামলা চালান। আবুবকর থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত কাশেমকে গ্রেপ্তার করে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

কিন্তু এখানেই শেষ নয়। অভিযোগ উঠেছে, কাশেমকে রক্ষা করতে গিয়ে একটি কুচক্রী মহল সাংবাদিক আবুবকরের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক মহলে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এমনকি তাকে জড়ানোর চেষ্টা চলছে বিভিন্ন ভিত্তিহীন মামলায়।

 

সাংবাদিক আবুবকর বলেন, আমি শুধু পেশাগত দায়িত্ব পালন করেছি। কিন্তু এখন আমার পরিবারকে নিয়েও আতঙ্কে থাকতে হচ্ছে। এই পরিস্থিতি একজন সাংবাদিকের জন্য খুবই দুর্ভাগ্যজনক।

 

তিনি প্রশাসনের কাছে দাবি জানান, শুধু গ্রেপ্তারই নয়, হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

 

স্থানীয় বাসিন্দারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, একজন সাংবাদিককে ভয়ভীতি দেখিয়ে থামানো যাবে না। আমরা তারপাশে আছি।

 

ঘুরতে গিয়েছিলাম, ভাবছিলাম ভবিষ্যৎ”—সাগরপাড়ে বসে আত্মচিন্তার কথা বললেন নাসীরুদ্দীন

এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তিনি কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন ঠিকই, তবে উদ্দেশ্য ছিল একান্তে বসে দেশের ভবিষ্যৎ, রাজনীতি এবং গণতন্ত্র নিয়ে গভীর চিন্তা করা।

গত ৫ আগস্ট কক্সবাজার সফরের পর সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়ায় এবং দলীয়ভাবে তাকে শোকজ করা হয়। বৃহস্পতিবার শোকজের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “ঘুরতে যাওয়া অপরাধ নয়। ইতিহাস সব সময় শুধু সভায় নয়, কখনো সাগরপাড়েও জন্ম নেয়।”

ওই দিনটি ছিল এনসিপির ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ ও স্বৈরাচার পতনের বার্ষিকী। এ উপলক্ষে দলের কয়েকজন নেতা কক্সবাজারে অবস্থান করলে গুজব রটে, তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস–এর সঙ্গে গোপন বৈঠক করেছেন। যদিও পরে স্পষ্ট হয়, ওই সময়ে পিটার হাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

সফরের ব্যাখ্যায় নাসীরুদ্দীন জানান, এটি ছিল তার ব্যক্তিগত সফর। সফরসঙ্গী ছিলেন তার ঘনিষ্ঠ কয়েকজন। দল থেকে কোনো সাংগঠনিক বা রাষ্ট্রীয় দায়িত্ব না থাকায় তিনি মানসিক বিশ্রাম ও আত্মপ্রস্তুতির জন্য ওই ভ্রমণে যান।

তিনি আরও বলেন, “আমার সফরের সঙ্গে দলের কোনো প্রোগ্রামের সম্পর্ক ছিল না। কেউ চাইলে একে ঘোরাফেরা বলতে পারে, তবে আমি একে বলি আত্মচিন্তা। আমি কক্সবাজারে বসেই ভাবছিলাম গণতন্ত্র, নাগরিক কমিটি, গণপরিষদ এবং একটি নতুন সংবিধান নিয়ে।”

ভ্রমণকে ঘিরে ছড়ানো গুজবকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, হোটেল কর্তৃপক্ষও নিশ্চিত করেছে যে পিটার হাস সেখানে ছিলেন না।

সবশেষে, দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকজের জবাবে তিনি লেখেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দায়িত্বশীল চিন্তা করেছি। ঘুরতে যাওয়াকে অপরাধ ভাবার কিছু নেই। অনেক সময় নির্জনতা থেকেই ইতিহাস জন্ম নেয়।

×