সমতল মাটির পরিবেশ তৈরি না হলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়” — কুলাউড়ায় জামায়াত আমির শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এই জাতি আর কোনো প্রহসনের নির্বাচন দেখতে চায় না। জনগণ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আজ মুখিয়ে আছে।তিনি জোর দিয়ে বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য এখনই রাজনৈতিক সংস্কার, নিরপেক্ষ বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং ভোটের জন্য সমতল মাটির পরিবেশ গড়ে তুলতে হবে।
শনিবার (৭ জুন) সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুর পাঁচগাঁও ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঈদের নামাজ শেষে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।
শফিকুর রহমান বলেন,
পরপর তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নতুন প্রজন্মের ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, তবেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব।
তিনি আরও বলেন,
আমরা চাই, একটি রোডম্যাপ অনুযায়ী এমন একটি নির্বাচন, যেখানে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত থাকবে, জনগণের আস্থা থাকবে এবং ফলাফল প্রশ্নবিদ্ধ হবে না।
এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভার আমির হাফেজ তাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা এক বাক্যে বলেন,
জনগণের আস্থা ফিরে পেতে হলে, নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। এখন সময় এসেছে একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার, যেখানে কারও উপর জুলুম-নির্যাতন থাকবে না, থাকবে না কোনো দলের একচ্ছত্র আধিপত্য।