সব গুঞ্জন উড়িয়ে পর্দায় ফিরলেন মৌসুমী টেলিছবিতে অভিনয় করে দিলেন চমক

সব গুঞ্জন উড়িয়ে পর্দায় ফিরলেন মৌসুমী টেলিছবিতে অভিনয় করে দিলেন চমক
দুই বছরের বিরতির পর আবারও পর্দায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের প্রিয় মুখ অভিনেত্রী মৌসুমী। সাম্প্রতিক গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি অংশ নিয়েছেন একটি নতুন টেলিছবির শুটিংয়ে, যার নাম ‘পিএস চাই সুন্দরী’।
অনেকেই ধরে নিয়েছিলেন মৌসুমী অভিনয় থেকে অবসর নিয়েছেন। এমনকি চলতি মাসের শুরুতে তার স্বামী ও অভিনেতা ওমর সানী মন্তব্য করেছিলেন—“মৌসুমী ভুলে যেতে চান তিনি ছিলেন মৌসুমী!” এই মন্তব্যে গুঞ্জন আরও জোরালো হয় যে, হয়তো আর কখনো পর্দায় দেখা যাবে না তাকে।
কিন্তু এসব গুজবকে ভুল প্রমাণ করে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে শুটিংয়ে অংশ নেন মৌসুমী। টেলিছবিটিতে তার সহশিল্পী হিসেবে আছেন হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান।
বর্তমানে মৌসুমী নিউ জার্সিতে অবস্থান করছেন—মায়ের অসুস্থতা ও মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিতে গিয়ে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় জুনিয়র মিশা নামে এক কনটেন্ট ক্রিয়েটর গুজব ছড়ান যে, মৌসুমী নাকি ওমর সানীকে ডিভোর্স দিয়ে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করছেন। এই গুজবে চটেছেন ওমর সানী নিজেই। পোস্টের নিচে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন—“তোরে জুতাপেটা করা উচিত।”
অন্যদিকে, হাসান জাহাঙ্গীর টেলিছবিটি সম্পর্কে বলেন,
“বাংলার সেরা অভিনেত্রীর জায়গাটা আগেও ছিল, এখনো আছে। মৌসুমী ম্যাডাম আঞ্চলিক ভাষায় এক ভিন্ন গেটাপে দারুণ অভিনয় করেছেন।”
টেলিছবিটি শিগগিরই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।